সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিদায় নিয়েছে ২০২৫। এসে পড়েছে নতুন বছর ২০২৬। অন্যান্য বছরের মতোই এবারও প্রতি মাসেই ছুটির কারণে বন্ধ থাকবে ব্যাঙ্কিং পরিষেবা। তাই প্রয়োজনীয় কাজ নিয়ে ব্যাঙ্কমুখী হওয়ার আগে জেনে নিন কোন কোন দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। তথ্য পাওয়া গিয়েছে রিজার্ভ ব্যাঙ্কের সূত্রে।
জানুয়ারি: বছরের প্রথম দিন ১ জানুয়ারি নতুন বছর ও স্থানীয় উৎসব উপলক্ষে বন্ধ মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, মেঘালয়, অরুণাচল প্রদেশ, সিকিম ও বাংলায় বন্ধ থাকবে ব্যাঙ্ক। ২ জানুয়ারি কেরল ও মিজোরামে নতুন বছর উদযাপন ও মন্নম জয়ন্তী উপলক্ষে ছুটি। ৩ জানুয়ারি হজরত আলির জন্মদিন উপলক্ষে বন্ধ ব্যাঙ্কিং পরিষেবা। তবে কেবলমাত্র উত্তরপ্রদেশে। ১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে বন্ধ থাকবে ব্যাঙ্ক। ১৪ জানুয়ারি মকর সংক্রান্ত/ মঘ বিহু। আর তাই অসম, ওড়িশা, অরুণাচল প্রদেশ, গুজরাটে বন্ধ ব্যাঙ্ক। ১৫ জানুয়ারি তামিলনাড়ু, কর্নাটক, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানায় ব্যাঙ্ক ছুটি। উত্তরায়ন পুনিয়াকালা/ পোঙ্গল/ মাঘ সংক্রান্তি/ মকর সংক্রান্তি উপলক্ষেই এই ছুটি। পরের দিন ১৬ ও ১৭ জানুয়ারি ব্যাঙ্ক বন্ধ থাকবে কেবলমাত্রা তামিলনাড়ুতে। প্রথম দিন থিরুভাল্লুভর দিবস। পরের দিন উঝাভার থিরুনাল। এছাড়া ২৩ জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন ও সরস্বতী পুজোর পাশাপাশি বীর সুরেন্দ্রসাই জয়ন্তী। সেই উপলক্ষে বাংলা, ওড়িশা ও ত্রিপুরায় ব্যাঙ্কিং পরিষেবা সম্পূর্ণ বন্ধ। ২৬ জানুয়ারি সাধারণতন্ত্র দিবসে গোটা দেশের সমস্ত ব্যাঙ্ক বন্ধ।
ফেব্রুয়ারি: ১৮ ফেব্রুয়ারি লোসার উপলক্ষে সিকিমের সমস্ত ব্যাঙ্ক বন্ধ। একই ভাবে ১৯ ফেব্রুয়ারি ছত্রপতি শিবাজির জন্মদিন উপলক্ষে মহারাষ্ট্রে ব্যাঙ্কে ছুটি। ২০ তারিখে মিজোরাম ও অরুণাচল প্রদেশে রাজ্য দিবস পালিত হবে। ওইদিন এখানে কোনও ব্যাঙ্কই খোলা থাকবে না।
মার্চ: ২ মার্চ হোলিকা দহন উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ। দোলযাত্রা/ হোলি উপলক্ষে ৩ তারিখে ছুটি মহারাষ্ট্র, সিকিম, আসাম, তেলেঙ্গানা, রাজস্থান, পশ্চিমবঙ্গ, গোয়া, বিহার, ছত্তিশগড় ও অন্ধ্রপ্রদেশে। একই কারণে পরের দিন ৪ মার্চ ত্রিপুরা, গুজরাট, মিজোরাম, ওড়িশা, মণিপুর, অরুণাচল প্রদেশ, জম্মু, উত্তরপ্রদেশ, নয়াদিল্লি, বিহার, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, মেঘালয়, হিমাচল প্রদেশে বন্ধ ব্যাঙ্ক। ১৩ জানুয়ারি মিজোরামে ব্যাঙ্ক বন্ধ চাপচার কুটের জন্য। ১৭ তারিখে জম্মুতে শাব-ই-কদর উপলক্ষে বন্ধ ব্যাঙ্ক। ১৯ মার্চ একাধিক উৎসবের কারণে বন্ধ মহারাষ্ট্র, কর্নাটক, তামিলনাড়ু, তেলেঙ্গানা, মণিপুর, জম্মু, গোয়া এবং অন্ধ্রপ্রদেশ। যার মধ্যে গুড়ি পরবা, তেলুগু নববর্ষ ইত্যাদি উৎসব রয়েছে। ২০ তারিখে ইদ-উল-ফিতর (রমজান)/জুমাত-উল-ভিদা উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ জম্মু, কেরল ও অন্ধ্রপ্রদেশে। ২১ মার্চ গোটা দেশের সব ব্যাঙ্কে ছুটি ইদ-উল-ফিতর উপলক্ষে। ২৬ মার্চ রামনবমী। সেদিনে গুজরাট, মিজোরাম, মহারাষ্ট্র, রাজস্থান, পশ্চিমবঙ্গ, উত্তর প্রদেশ, ঝাড়খণ্ড, হিমাচলপ্রদেশে ব্যাঙ্ক ছুটি। একই উৎসবের দ্বিতীয় দিনে ২৭ মার্চ ছুটি ওড়িশা, সিকিম, তেলেঙ্গানা, বিহার, অন্ধ্রপ্রদেশে ব্যাঙ্কিং পরিষেবা বন্ধ থাকবে। পাশাপাশি গুজরাট, মহারাষ্ট্র, কর্নাটক, তামিলনাড়ু, রাজস্থান, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, দিল্লি, বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড়ে ব্যাঙ্ক বন্ধ থাকবে ৩১ মার্চ।
এপ্রিল: ১ এপ্রিল ব্যাঙ্কের ক্লোজিং অফ অ্যাকাউন্টস। সেই কারণে ব্যাঙ্ক বন্ধ দেশজুড়ে। আবার কেরলে ২ এপ্রিলও ব্যাঙ্ক খোলা থাকবে না। ৩ এপ্রিল গুড ফ্রাইডে উপলক্ষে ছুটি দেশজুড়ে। ১৪ এপ্রিল বাংলা নববর্ষ উপলক্ষে বাংলায় সমস্ত ব্যাঙ্ক ছুটি। এছাড়াও বোহাগ বিহু/ বৈশাখী/ বিজু/ তামিল নববর্ষের মতো বহু কারণেই বন্ধ থাকবে দেশের বহু রাজ্যের ব্যাঙ্ক। ব্যতিক্রম কেবল মধ্যপ্রদেশ, চণ্ডীগড়, উত্তরাখণ্ড, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, দিল্লি, মেঘালয়, হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর, ছত্তিশগড়। এছাড়াও ১৬ এপ্রিল বোহাগ বিহুর কারণে অসমে ব্যাঙ্ক বন্ধ। আবার ২০ এপ্রিল বাসব জয়ন্তী/ অক্ষয় তৃতীয়ার কারণে বন্ধ কর্নাটকের সমস্ত ব্যাঙ্ক। ২১ এপ্রিল গড়িয়া পূজা উপলক্ষে ত্রিপুরায় ব্যাঙ্কের পরিষেবা সম্পূর্ণ বন্ধ থাকবে।
মে: বছরের প্রথম দিন ত্রিপুরা, মিজোরাম, মহারাষ্ট্র, কর্নাটক, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, মণিপুর, জম্মু ও কাশ্মীর, উত্তরপ্রদেশ, কেরালা, পশ্চিমবঙ্গ, দিল্লি, গোয়া, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, বিহার, হিমাচল প্রদেশে ব্যাঙ্ক বন্ধ। মে দিবস ছাড়াও মহারাষ্ট্র দিন/ বুদ্ধ পূর্ণিমা/ পণ্ডিত রঘুনাথ মুর্মুর জন্মতিথি রয়েছে ওই দিন। ৯ মে রবীন্দ্র জয়ন্ত্রী উপলক্ষে বাংলায় ব্যাঙ্ক বন্ধ। ১৬ মে সিকিমের রাজ্য দিবস উপলক্ষে সেখানে ব্যাঙ্ক খোলা থাকবে না। ২৬ মে কাজি নজরুল ইসলামের জন্মদিবস উপলক্ষে বন্ধ ত্রিপুরার সমস্ত ব্যাঙ্ক। এছাড়া ২৭ ও ২৮ মে দেশের সমস্ত ব্যাঙ্কেই পরিষেবা বন্ধ। বকরি ইদ উপলক্ষে ওই দু'দিন ছুটি।
জুন: রাজা সংক্রাম্তি উপলক্ষে ১৫ জুন বন্ধ থাকবে মিজোরাম ও ওড়িশার সমস্ত ব্যাঙ্ক। ২৫ জুন মহরমের ছুটি অন্ধ্রপ্রদেশ। ২৬ জুন ওই একই উপলক্ষে বন্ধ থাকবে ত্রিপুরা, মিজোরাম, মহারাষ্ট্র, কর্নাটক, তামিলনাড়ু, জম্মু ও কাশ্মীর, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, দিল্লি, বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড়ের সমস্ত ব্যাঙ্ক। হিমাচল প্রদেশে সন্ত গুরু কবীর জয়ন্তী উপলক্ষে ব্যাঙ্ক ছুটি। ৩০ জুন মিজোরামে ব্যাঙ্ক বন্ধ রেমনা নি উৎসব উপলক্ষে।
জুলাই: ৬ জুলাই MHIP Day উপলক্ষে বন্ধ থাকবে মিজোরামের সমস্ত ব্যাঙ্ক। ৯ জুলাই একই ভাবে মেঘালয়ের কোনও ব্যাঙ্কই খোলা থাকবে না। ওইদিন ওখানে রয়েছে বেহ দেইনখলাম উৎসব। ১৬ জুলাই রথযাত্রা ও কাং উপলক্ষে বন্ধ ওড়িশা ও মণিপুরের সমস্ত ব্যাঙ্ক। মেঘালয়ে ব্যাঙ্ক বন্ধ ১৭ জুলাই। সেদিন টিরট সিংয়ের প্রয়াণবার্ষিকী। ১৮ জুলাই সিকিমের স্থানীয় উৎসব উপলক্ষে বন্ধ থাকবে সেখানকার ব্যাঙ্কগুলি। এছাড়া ২২ জুলাই ত্রিপুরায় ব্যাঙ্ক বন্ধ খরচি পুজো উপলক্ষে।
আগস্ট: ৪ আগস্ট ত্রিপুরায় ব্যাঙ্ক বন্ধ থাকবে কের পুজো উপলক্ষে। ৮ তারিখ স্থানীয় উৎসব উপলক্ষে বন্ধ সিকিমের সমস্ত ব্যাঙ্ক। ১৩ জানুয়ারি মণিপুরের দেশপ্রেমিক দিবস। সেদিন ওখানে ব্যাঙ্ক বন্ধ। ১৫ আগস্ট দেশজুড়ে স্বাধীনতা দিবস পালিত হবে। স্বাভাবিক ভাবেই সেই ব্যাঙ্ক ছুটি। মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের জন্মতিথি ১৯ আগস্ট। ওইদিন ত্রিপুরায় কোনও ব্যাঙ্কই খোলা থাকবে না। ২৫ আগস্ট নবী মহম্মদের জন্মদিবস উপলক্ষে বন্ধ থাকবে কেরল ও অন্ধ্রপ্রদেশের সমস্ত ব্যাঙ্ক। পরের দিন ২৬ আগস্ট সেই উপলক্ষে বন্ধ থাকবে মহারাষ্ট্র, কর্নাটক, তামিলনাড়ু, তেলেঙ্গানা, মণিপুর, জম্মু ও কাশ্মীর, উত্তরপ্রদেশ, কেরালা, দিল্লি, বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড়ের সমস্ত ব্যাঙ্ক। ২৮ আগস্ট রাখি পূর্ণিমা ছাড়াও ইদ-ই-মিলাদ-উল-নবি ও আরও কিছু কারণে গুজরাট, সিকিম, রাজস্থান, উত্তর প্রদেশ, জম্মু ও কাশ্মীর, কেরালা, হিমাচল প্রদেশে ব্যাঙ্ক বন্ধ।
সেপ্টেম্বর: ৪ সেপ্টেম্বরে জন্মাষ্টমী উপলক্ষে গুজরাট, মিজোরাম, ওডিশা, তামিলনাড়ু, সিকিম, তেলেঙ্গানা, রাজস্থান, জম্মু ও কাশ্মীর, কেরালা, পশ্চিমবঙ্গ, বিহার, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, মেঘালয়, হিমাচল প্রদেশ, অন্ধ্রপ্রদেশে ব্যাঙ্ক ছুটি। ১২ সেপ্টেম্বর শ্রীমন্ত শংকরদেবার তিরুভাব তিথি উপলক্ষে কেবলমাত্র অসমের ব্যাঙ্কগুলি বন্ধ। ১৪ সেপ্টেম্বর গণেশ চতুর্থী/ গণেশ পূজা উপলক্ষে মহারাষ্ট্র, কর্নাটক, ওড়িশা, তামিলনাড়ু, তেলেঙ্গানা, অন্ধ্র প্রদেশ, গোয়ায় ব্যাঙ্ক ছুটি। ১৫ সেপ্টেম্বরে চতুর্থী পক্ষ/ নুয়াখাই/ গণেশ চতুর্থীর দ্বিতীয় দিনে বন্ধ থাকবে গুজরাট, ওড়িশা, গোয়ার ব্যাঙ্ক। ২১ সেপ্টেম্বরে বন্ধ শ্রীমন্ত শংকরদেবার জন্মোৎসব। ২২ সেপ্টেম্বর কর্মা পূজা ঝাড়খণ্ডে ব্যাঙ্ক বন্ধ। জম্মুতে মহারাজা হরি সিংয়ের জন্মদিবস উপলক্ষে ২৩ সেপ্টেম্বর ব্যাঙ্ক ছুটি থাকবে জম্মুতে। সিকিমে ইন্দ্রযাত্রা ২৫ সেপ্টেম্বর। সেদিন ওখানে ব্যাঙ্ক খোলা থাকবে না।
অক্টোবর: ২ অক্টোবর গান্ধী জয়ন্তী। তবে দেশভর সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে কিন্তু সেদিন ব্যাঙ্ক বন্ধ থাকবে না। ব্যাঙ্ক খোলা থাকবে মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ড ও জম্মু ও কাশ্মীরে। কর্নাটক ও বাংলায় মহালয়ার ছুটি থাকবে ব্যাঙ্কগুলি। ত্রিপুরায় মহাসপ্তমী উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ ১৭ অক্টোবর। ১৯, ২০ ও ২১ অক্টোবর দুর্গাপুজো উপলক্ষে বন্ধ থাকবে বিভিন্ন রাজ্যের ব্যাঙ্ক। এর মধ্যে ১৯ তারিখে বন্ধ থাকবে ত্রিপুরা, মিজোরাম, ওডিশা, তামিলনাড়ু, আসাম, মণিপুর, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, মেঘালয়ের ব্যাঙ্ক। ২০ তারিখে মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ড, সিকিম, মণিপুর, জম্মু ও কাশ্মীর এবং চণ্ডীগড় বাদে গোটা দেশের সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে। ২১ অক্টোবর ত্রিপুরা, কর্নাটক, সিকিম, আসাম, কেরালা, পশ্চিমবঙ্গে ব্যাঙ্ক বন্ধ। সিকিমে দসাইন উপলক্ষে ২২ ও ২৩ অক্টোবর ব্যাঙ্ক বন্ধ। ২৬ তারিখে লক্ষ্মীপুজো। ওইদিনই মহর্ষি বাল্মীকির জন্মতিথিও। ত্রিপুরা, জম্মু ও হিমাচল প্রদেশে সেদিন ব্যাঙ্ক বন্ধ। ২৯ অক্টোবর করবা চৌথ উপলক্ষে বন্ধ হিমাচল প্রদেশের ব্যাঙ্কগুলি। ৩১ অক্টোবর সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মতিথি উপলক্ষে ছুটি গুজরাটের সমস্ত ব্যাঙ্ক।
নভেম্বর: ৯ নভেম্বর দিওয়ালি/ গোবর্ধন পুজো উপলক্ষে ত্রিপুরা, সিকিম, মণিপুর, রাজস্থান, উত্তরপ্রদেশে ব্যাঙ্ক বন্ধ। ১০ তারিখ দিওয়ালি/ দীপাবলি উপলক্ষে ছুটি গুজরাট, মহারাষ্ট্র, কর্নাটক, সিকিমে ব্যাঙ্ক বন্ধ। ১১ নভেম্বর লক্ষ্মীপুজো (দীপাবলি) ইত্যাদি কারণে সিকিম, পশ্চিমবঙ্গ, মণিপুর, উত্তরপ্রদেশ, হিমাচল প্রদেশে ব্যাঙ্ক বন্ধ। ১৩ নভেম্বর মেঘালয়ে ওয়াঙ্গালা উৎসব উপলক্ষে ব্যাঙ্ক ছুটি। ১৬ নভেম্বর ছটপুজো উপলক্ষে বিহার, ঝাড়খণ্ডে ছুটি থাকবে ব্যাঙ্কে। ২৩ নভেম্বর মেঘালয়ে স্থানীয় উৎসব উপলক্ষে ব্যাঙ্ক ছুটি। ২৪ নভেম্বর গুরু নানক জয়ন্তী/ কার্তিক পূর্ণিমা/ রহস পূর্ণিমা ইত্যাদি কারণে মিজোরাম, মহারাষ্ট্র, ওড়িশা, তেলেঙ্গানা, অরুণাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর, রাজস্থান, পশ্চিমবঙ্গ, দিল্লি, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, হিমাচল প্রদেশে ব্যাঙ্ক বন্ধ। ২৭ নভেম্বর কর্নাটকে কণকদশা জয়ন্তী উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ।
ডিসেম্বর: অন্ধ্রপ্রদেশ ও নাগাল্যান্ডে রাজ্য দিবস উপলক্ষে ১ ডিসেম্বর ব্যাঙ্ক ছুটি। ৩ তারিখে গোয়ায় সেন্ট ফ্রান্সিস জেভিয়ার ফিস্ট উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ। ৯, ১০ ও ১১ ডিসেম্বর লুসুং উপলক্ষে সিকিমে ব্যাঙ্ক বন্ধ থাকবে। ১২ ও ১৮ ডিসেম্বর মেঘালয়ে ব্যাঙ্ক বন্ধ থাকবে। ১৯ ডিসেম্বরে গোয়ায় সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে। ২৪ ডিসেম্বর ক্রিসমাস ইভ উপলক্ষে মিজোরাম, নাগাল্যান্ড, মেঘালয়ে ব্যাঙ্ক বন্ধ। ২৫ ও ২৬ ডিসেম্বর ক্রিসমাস উপলক্ষে গোটা দেশের সমস্ত ব্যাঙ্কে ছুটি। ৩০ ডিসেম্বর মেঘালয়ে ব্যাঙ্ক বন্ধ থাকবে। ৩১ ডিসেম্বর মিজোরামে (নিউ ইয়ার্স ইভ)।
