সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: 'বাংলাদেশি নও তো?' একথা বলেই পিঠে মোবাইল ফোন চেপে ধরে 'স্ক্যান' করলেন উত্তরপ্রদেশের পুলিশ আধিকারিক। তারপর আত্মবিশ্বাসের সঙ্গে বলে দিলেন, ''দেখা যাচ্ছে তুমি বাংলাদেশিই।'' এমনই এক ভিডিও ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে। যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল। ভিডিওটিকে ঘিরে বিতর্কের ঝড়। তৈরি হয়েছে অসংখ্য মিম। প্রশ্ন উঠছে কী করে এমনভাবে বাংলাদেশি তথা অনুপ্রবেশকারী চিহ্নিত করা সম্ভব!
সাধারণত, নাগরিকত্ব যাচাই করার ক্ষেত্রে পাসপোর্ট অথবা আধারের মতো বায়োমেট্রিকের প্রয়োজন পড়ে। কিন্তু উত্তরপ্রদেশের পুলিশকে দেখা গেল এক 'রহস্যময়' কায়দা অবলম্বন করতে। স্রেফ কারও পিঠ স্পর্শ করেই 'স্ক্যান' করে নাকি বলে দেওয়া হচ্ছে তিনি বাংলাদেশি কিনা। ভাইরাল ভিডিওয় যে পুলিশ আধিকারিককে দেখা যাচ্ছে তাঁর নাম অজয় শর্মা বলে জানা গিয়েছে। তাঁকে বলতে শোনা গিয়েছে, ''মেশিন দেখাচ্ছে এই লোকটি বাংলাদেশি।'' বসতির বাসিন্দারা জানিয়েছেন, শর্মা যাঁকে ‘স্ক্যান’ করেছিলেন, সেই ব্যক্তি আসলে বিহারের আরারিয়ার বাসিন্দা। ভিডিওটি ২৩শে ডিসেম্বর তোলা হয়েছে বলে দাবি। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সূত্রানুসারে, ঊর্ধ্বতন কর্মকর্তারা ভাইরাল ভিডিওটি সম্পর্কে জানতে পেরেছেন। তবে এখনও পর্যন্ত পুলিশ এই বিষয়ে কোনও বিবৃতি দেয়নি।
পুলিশের এহেন 'কর্মকাণ্ড' নিয়ে হাসির রোল নেট ভুবনে। মিম ও নানা ধরনের জোকসে ভরে গিয়েছে ইন্টারনেট। অনেকেই এমন 'হাই-টেক ডিভাইস' সম্পর্কে আরও বিস্তারিত জানতে চেয়েছেন! অনেকে অবশ্য ঠাট্টা না করে পুলিশের সমালোচনা করে 'গরিব মানুষের উপরে অত্যাচার' বলে বিষয়টিকে বর্ণনা করেছেন। এদিকে গাজিয়াবাদ পুলিশ এবং সিআরপিএফ অবৈধ অভিবাসীদের খোঁজে গাজিয়াবাদে তল্লাশি অভিযান চালিয়েছে বলে জানা যাচ্ছে। তারা পরিচয়পত্র পরীক্ষা করেছে এবং সন্দেহভাজন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করেছে। তবে এক্ষেত্রে আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট এবং অন্যান্য কাগজপত্র পরীক্ষা করা হয়েছে। সেক্ষেত্রে ওই স্থানে কেন মোবাইল ফোন দিয়ে পিছে 'স্ক্যান' করানো হল, উঠছে প্রশ্ন।
