সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কেন্দ্র বারাণসীতে কর্তব্যরত এক সাব-ইনস্পেক্টরের উপর হামলার অভিযোগে গ্রেপ্তার হলেন বিজেপি কাউন্সিলরের পুত্র। অভিযুক্তের নাম হিমাংশু শ্রীবাস্তব। বৃহস্পতিবার সন্ধ্যায় চওক থানা এলাকার মণিকর্ণিকা ঘাট সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।
অভিযুক্ত হুকুলগঞ্জের বিজেপি কাউন্সিলর ব্রিজেশচন্দ্র শ্রীবাস্তবের ছেলে। কর্তব্যরত পুলিশকর্মীর গায়ে হাত তোলার অভিযোগে তাঁকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ, বৃহস্পতিবার সন্ধ্যায় তিন যুবক বাইকে করে ওই এলাকায় পৌঁছন এবং নিষেধাজ্ঞা অমান্য করে 'নো ভেহিকল' জোনেই বাইক রেখে দেন। তখন সেখানে দায়িত্বে থাকা সাব-ইনস্পেক্টর অভিষেক ত্রিপাঠী তাঁদের বাইক সরিয়ে নিতে অনুরোধ করেন। কিন্তু তা মানতে রাজি হননি তাঁরা। এরপরই বিবাদে জড়িয়ে পড়ে দু'পক্ষ। অভিযোগ, তিন যুবকের মধ্যে এক জন নিজেকে কাউন্সিলরের ছেলে বলে পরিচয় দিয়ে এসআইকে হুঁশিয়ারি দেন। এসআই ফের তাঁদের বাইক সরাতে বললে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, আচমকা মারমুখী হয়ে ওঠেন হিমাংশু এবং প্রকাশ্যে সাব-ইনস্পেক্টর অভিষেক ত্রিপাঠীকে চড় মারেন।
এই ঘটনার পরই কার্যত হাতের বাইরে চলে পরিস্থিতি। পুলিশ সূত্রে খবর, হিমাংশুর উপর চাড়াও হন স্থানীয় বাসিন্দারা। তাতেই আহত হন বিজেপি কাউন্সিলরের পুত্র। বিক্ষোভ চলাকালীন সেখানে জড়ো হন আরও বহু মানুষ। তাঁদের আক্রোশও গিয়ে পড়ে হিমাংশুর উপর। এরপর অভিযুক্তকে থানায় নিয়ে যাওয়া হলে প্রতিবাদে সরব হন স্থানীয় বিজেপি কর্মীরা। গুরুতর আহত অবসস্থায় বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন হিমাংশু।
