shono
Advertisement

Breaking News

এলাকা সাফাই হবে কবে? প্রশ্নকর্তাকে সপাটে চড় বিজেপি নেত্রীর

দেখুন সেই ভিডিও। The post এলাকা সাফাই হবে কবে? প্রশ্নকর্তাকে সপাটে চড় বিজেপি নেত্রীর appeared first on Sangbad Pratidin.
Posted: 09:08 PM Sep 19, 2017Updated: 03:38 PM Sep 19, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁর স্বপ্নের প্রকল্প স্বচ্ছ ভারত মিশনের তিন বছর পূর্তি। সেই উপলক্ষ্যে দেশ জুড়ে ‘স্বচ্ছতা হি সেবা’  নামে এক বিশেষ সাফাই অভিযানের ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দলের নির্দেশে মধ্যপ্রদেশের সিয়োনিতে সাফাই অভিযানে নেমেছিলেন বিজেপির স্থানীয় এক মহিলা নেত্রী। কিন্তু, এলাকার এক বাসিন্দার পালটা প্রশ্নের মুখে পড়ে মেজাজ হারালেন তিনি। প্রকাশ্যে ওই ব্যক্তিকে চড় মেরে বসলেন। গোটা ঘটনাটি ধরা পড়েছে ক্যামেরায়।

Advertisement

[জানেন, উৎসবের আগে বিনামূল্যে শাড়ি পেয়ে কী হাল হল মহিলাদের?]

কিন্তু, ঠিক কী ঘটেছে মধ্যপ্রদেশে্র সিয়োনিতে? সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, মঙ্গলবার সকালে নিজের অনুগামীদের নিয়ে সিয়োনির রাস্তা পরিষ্কার করছিলেন বিজেপির ওই মহিলা নেত্রী। এলাকার এক বাসিন্দা তাঁর কাছে জানতে চান, তিনি তাঁর নিজে এলাকাটি কবে পরিষ্কার করবেন? আর তাতেই অগ্নিশর্মা হয়ে ওঠেন শাসকদলের ওই মহিলা নেত্রী। প্রকাশ্য রাস্তাতেই ওই ব্যক্তিকে সপাটে একটি চড় কষান তিনি। ভিডিও দেখা গিয়েছে, মারমুখী নেত্রীকে সামলানোর আপ্রাণ চেষ্টা করছেন তাঁর অনুগামীরা। কিন্তু, কাউকে ভ্রুক্ষেপ করছেন না তিনি। শুধু মারধর করাই নয়, অশ্রাব্য ভাষায় ওই ব্যক্তিকে গালিগালাজও করছেন বিজেপির মহিলা নেত্রী। শেষপর্যন্ত ঘটনাস্থলে উপস্থিত পুলিশকর্মীদের ওই ব্যক্তিকে থানায় নিয়ে যাওয়ার নির্দেশ দেন তিনি।

দেখুন ভিডিও: 

 

[শেষমেশ হিন্দু মন্দিরে প্রবেশের অনুমতি পেলেন শিল্পী জেসুদাস]

The post এলাকা সাফাই হবে কবে? প্রশ্নকর্তাকে সপাটে চড় বিজেপি নেত্রীর appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement