সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উদ্ধব শিবির ছেড়ে এবার বিজেপিতে যোগ দিলেন শিবসেনা নেতা সুধাকর বদগুজার। গত বছর এই নেতার বিরুদ্ধে দাউদ গ্যাংয়ের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগ তুলেছিল গেরুয়া শিবির। বিজেপির দাবি করেছিল, '১৯৯৩ মুম্বই হামলায় অভিযুক্ত দাউদ গ্যাং-এর সদস্য সেলিম কুট্টার ঘনিষ্ঠ এই সুধাকর।' এবার তাঁকেই ঢাকঢোল পিটিয়ে বরণ করে নিল মহারাষ্ট্রের ফড়ণবিসের দল। স্বাভাবিকভাবেই এই ঘটনায় দলের অন্দরেই সমালোচনায় বিদ্ধ মারাঠা বিজেপি।
সুধাকর বিজেপিতে যোগ দিতে পারেন এমন জল্পনা গত দুই সপ্তাহ ধরে ঘুরছিল মারাঠা রাজনীতিতে। এই পরিস্থিতিতে সঞ্জয় রাউত ঘনিষ্ঠ এই নেতাকে বহিষ্কার করে শিবসেনা উদ্ধব শিবির। গত সপ্তাহেই সুধাকর খোদ মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিসের সঙ্গে সাক্ষাৎ করার বিতর্ক আরও চরম আকার নেয়। ডামাডোলের মাঝেই মঙ্গলবার বিজেপিতে যোগ দিলেন সুধাকর। তাঁকে দলে অভ্যর্থনা জানান বিজেপির কার্যকরী সভাপতি রবীন্দ্র চৌহান ও রাজ্যের মদত্রি গিরিশ মহাজন। যদিও তাঁর গেরুয়া শিবিরে যোগে নাসিক বিজেপিতে তুমুল অসন্তোষ শুরু হয়েছে। গেরুয়া শিবিরের এই সিদ্ধান্তে রীতিমতো ক্ষুব্ধ বহু নেতা।
উল্লেখ্য, গত বছর বিজেপির তরফে সুধাকরের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়, তিনি ১৯৯৩ সালে মুম্বই বিস্ফোরণের অন্যতম চক্রী সেলিম কুট্টার সঙ্গে পার্টিতে যোগ দিয়েছিলেন। এই অভিযোগকে কেন্দ্র করে সরগরম হয়ে ওঠে রাজ্য রাজনীতি। পরিস্থিতি এমন পর্যায়ে যায় যে তৎকালীন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী এই ঘটনার তদন্তে সিট গঠন করেন। দাবি ওঠে তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপের। তবে মাত্র এক বছরের ব্যবধানে সুধাকরের বিজেপি যোগ একেবারেই মেনে নিতে পারছেন না দলীয় নেতারা। এমনকী তার যোগদান মঞ্চে যোগ দেননি নাসিক পশ্চিমের বিধায়ক সীমা হিরে।
