সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বর্ষবরণের আগে মুম্বইতে শিবনেতা নেতা (উদ্ধব গোষ্ঠী) সঞ্জয় রাউতের বাড়ির সামনে বোমাতঙ্ক। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছল পুলিশ এবং বম্ব স্কোয়াড। তবে এখনও পর্যন্ত সন্দেহজনক কোনও বস্তু পাওয়া যায়নি। গোটা এলাকা ঘিরে চলছে চিরুনি তল্লাশি।
পুলিশ সূত্রে খবর, এদিন দুপুরে সঞ্জয়ের বাড়ির সামনে একটি চারচাকা গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখা যায়। সেই গাড়ির কাচে একটি কাগজ আটকানো ছিল। সেখানে লেখা ছিল, ‘আজ রাত ১২টার সময় বড় বিস্ফোরণ হবে। হুলস্থূল পড়ে যাবে চারদিকে।’ এরপরই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। গাড়িটি যেখানে দাঁড়িয়ে ছিল, তার ঢিল ছোরা দূরত্বেই সঞ্জয়ের বাড়ি। স্বাভাবিকভাবে সেখানেও আতঙ্ক ছড়ায়। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং বম্ব স্কোয়াড। শুরু হয় তল্লাশি। ঘিরে ফেলা হয় গোটা এলাকা।
পুলিশ সূত্রে খবর, দীর্ঘক্ষণ তল্লাশির পরও সন্দেহজনক কোনও বস্তু পাওয়া যায়নি। কে বা কারা এই হুমকিবার্তা পাঠাল, তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে চারচাকা গাড়িটিকে। তার মালিকের সন্ধানে চলছে খোঁজ। তবে এই হুমকিবার্তা ভুয়ো হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা।
