সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জম্মু ও কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিকের বিরুদ্ধে কিরু জলবিদ্যুৎ দুর্নীতি মামলায় চার্জশিট দিল সিবিআই। বৃহস্পতিবার একই অভিযোগে সত্যপাল ছাড়াও আরও পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে সিবিআই।
২০২২ সালে কিরু জলবিদ্যুৎ প্রকল্পে দুর্নীতি হয়েছে বলে তদন্তের আবেদন জানায় জম্মু-কাশ্মীর সরকার। বেশ কিছু ঠিকাদারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সামনে আসে। এরপরই ২০২৪ সালে এই প্রকল্পে ২২০০ কোটি টাকা দুর্নীতির অভিযোগ উঠে। এরপরই দিল্লি ও জম্মু-কাশ্মীরের মোট আটটি জায়গায় অভিযান চালায় সিবিআই।
২৩ আগস্ট ২০১৮ থেকে ৩০ অক্টোবর ২০১৯ পর্যন্ত জম্মু-কাশ্মীরের রাজ্যপাল ছিলেন সত্যপাল মালিক। সেই সময় তিনি অভিযোগ করেছিলেন, কিরু জলবিদ্যুৎ প্রকল্পের দু’টি ফাইল পাশ করে দেওয়ার শর্তে তাঁকে ৩০০ কোটি টাকা ঘুষ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল বলে জানান। এবার সত্যপাল ছাড়াও আরও পাঁচজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে চার্জশিট দিল সিবিআই।
এদিকে তাঁর বিরুদ্ধে চার্জশিট দেওয়ার কথা জানাজানি হতেই এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে সব অভিযোগ অস্বীকার করেন সত্যপাল। তিনি লেখেন, “তিন-চার দিন ধরে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছি। তার পরেও আমার বাড়িতে অভিযান চালানো হচ্ছে। পাশাপাশি আমার গাড়ির ড্রাইবার ও সহকারীর বাড়িতে অভিযান চালানো হচ্ছে। শুধু শুধু হয়রানির চেষ্টা করা হচ্ছে।”
