shono
Advertisement

কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী অনিল মাধব দাভের জীবনাবসান

কেন্দ্রীয় মন্ত্রীর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি৷ The post কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী অনিল মাধব দাভের জীবনাবসান appeared first on Sangbad Pratidin.
Posted: 10:48 AM May 18, 2017Updated: 06:52 AM May 18, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্কঃ প্রয়াত কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী অনিল মাধব দাভে৷ বৃহস্পতিবার সকালে দিল্লিতেই জীবনাবসান হয় তাঁর৷  মৃত্যুকালে বয়স হয়েছিল ৬০ বছর৷  জানা গিয়েছে, গত কয়েকমাস ধরেই অসুস্থ ছিলেন ছিলেন তিনি৷

Advertisement

[প্রয়াত প্রখ্যাত অভিনেত্রী রীমা লাগু]

কেন্দ্রীয় পরিবেশমন্ত্রীমন্ত্রীর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়৷ ট্যুইটারে প্রধানমন্ত্রী লিখেছেন, আমার সম্মানীয় সহকর্মী ও বন্ধু অনিল মাধব দাভের আকস্মিক প্রয়াণে স্তম্ভিত৷ একজন নিবেদিতপ্রাণ জনসেবক হিসেবে দাভেজিকে মনে রাখবে দেশ৷ পরিবেশ রক্ষায় বিষয়ে তিনি অত্যন্ত সক্রিয় ছিলেন৷ গতকাল সন্ধ্যা পর্যন্ত আমি অনিল মাধব দাভেজির সঙ্গেই ছিলাম৷ সরকারের বিভিন্ন নীতি নিয়ে আলোচনাও করেছি৷ তাঁর মৃত্যু আমার কাছে ব্যক্তিগত ক্ষতি৷

 

শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতিও৷ অনিল মাধব দাভের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি৷

১৯৫৬ সালের ৬  জুলাই মধ্যপ্রদেশের বাদনগরে জন্মগ্রহণ করেন অনিল মাধব দাভে৷ ইন্দোরের গুজরাটি কলেজে পড়ার সময়ে জয়প্রকাশ নারায়ণের আদর্শের আকৃষ্ট হয়ে রাজনীতিতে হাতেখড়ি৷ পরবর্তীকালে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘে যোগ দেন তিনি৷ ২০০৯ সালে মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভায় মনোনীত হন অনিল মাধব দাভে৷ দীর্ঘ রাজনৈতিক জীবনে সংসদের বিভিন্ন কমিটির দায়িত্ব সামলেছেন তিনি৷ ২০১৬ সালে কেন্দ্রীয় মন্ত্রিসভা সম্প্রসারণের সময়ে কেন্দ্রীয় পরিবেশমন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী হন অনিল দাভে৷

The post কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী অনিল মাধব দাভের জীবনাবসান appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement