সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তৃতীয় মোদি সরকারের প্রথম বাজেটের শিরোনাম কী ছিল? এক কথায় এনডিএ-র দুই মূল শরিক দলকে সন্তুষ্ট করা। বাজেটে নির্মলা সীতারমণ কার্যত দুহাতে সাজিয়ে দিয়েছেন অন্ধ্রপ্রদেশকে। কিন্তু তাতেও 'সন্তুষ্ট' নন চন্দ্রবাবু নায়ডু। তাঁর 'আরও চাই'।
শনিবার দিল্লিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করেছেন অন্ধ্রের মুখ্যমন্ত্রী। বাজেটে রাজ্যের জন্য আলাদা বরাদ্দ করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি। একই সঙ্গে রাজ্যের 'আর্থিক স্বাস্থ্য' নিয়েও আলোচনা করেছেন তিনি। সূত্রের খবর, প্রধানমন্ত্রীকে নায়ডু জানিয়েছেন, রাজ্যের আর্থিক সংকট মোকাবিলায় আরও কেন্দ্রীয় সাহায্য প্রয়োজন। তিনি রাজ্যের আর্থিক কার্যকলাপ বাড়াতে চান। একই সঙ্গে বাড়াতে চান রাজ্যের বৃদ্ধির হারও।
[আরও পড়ুন: শিক্ষকের লালসার শিকার! চিকিৎসা চলাকালীন যোগীরাজ্যে মৃত ধর্ষিতা কিশোরী]
উল্লেখ্য, গত মাসেই আর্থিক বাজেটে অন্ধ্রপ্রদেশ পুনর্গঠন আইনের সূত্র মেনে নতুন রাজধানী অমরাবতীর পরিকাঠামো উন্নয়নের জন্য বাড়তি ১৫ হাজার কোটি টাকার প্যাকেজ দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করে কেন্দ্র। শুধু তাই নয়, আগামী বছরগুলিতে এই ধরনের আরও একাধিক আর্থিক প্যাকেজ দেওয়া হবে বলে জানিয়েছেন নির্মলা। এর পাশাপাশি ঘোষণা করা হয়, অন্ধ্রের রয়্যালসীমা অঞ্চল, কার্নল, অনন্তপুর, ওয়াইএসআর এবং চিত্তোর, চার জেলার যোগাযোগ ব্যবস্থার উন্নতি এবং পরিকাঠামো উন্নয়নে জোর দেবে মোদি সরকার।
[আরও পড়ুন: আকাশ থেকে নামল আস্ত হাসপাতাল! প্রত্যন্ত এলাকায় চিকিৎসা পরিষেবায় যুগান্তকারী পদক্ষেপ]
চন্দ্রবাবু নায়ডু আরও সাহায্য চাইছেন। আসলে কেন্দ্রে বিজেপিকে সমর্থনের আগে একটাই শর্ত দিয়েছিলেন চন্দ্রবাবু। অন্ধ্রকে 'বিশেষ আর্থিক প্যাকেজ' দিতে হবে। কোনও কেন্দ্রীয় মন্ত্রক বা জোটে দল হিসাবে বাড়তি গুরুত্ব, কোনওটাই দাবি করেননি তিনি। তাই আর্থিক প্যাকেজের জন্য সরকারের উপর চাপ বাড়ানোটা 'অধিকার' বলে মনে করছেন অন্ধ্রের মুখ্যমন্ত্রী।
