সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের সেলিব্রেশনে পাথর ছোড়া হল মসজিদ চত্বর থেকে! চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের মৌতে। পরিস্থিতি ধীরে ধীরে অগ্নিগর্ভ হয়ে ওঠে। আশেপাশের দোকান এবং বেশ কয়েকটি গাড়িতেও আগুন ধরিয়ে দেওয়া হয়। আপাতত এলাকায় বিরাট পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে। যেহেতু মৌতে সেনা ছাউনি রয়েছে, তাই প্রস্তুত রাখা হয়েছে সেনাবাহিনীও।
রবিবার রাতে নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতে ভারত। ১২ বছর পরে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের আনন্দে মাতোয়ারা হয়ে ওঠে গোটা দেশ। তেরঙ্গা বিজয় মিছিলে শামিল হন আমজনতা। সেরকমই কয়েকজন মিলে মিছিল বের করেছিলেন মৌতে। উল্লাস করতে করতে জামা মসজিদ এলাকায় পৌঁছয় মিছিল। সেখানেই বিপত্তি। আচমকাই মিছিল লক্ষ্য করে পাথর ছোড়া হয় মসজিদ সংলগ্ন এলাকা থেকে। সেখান থেকেই হাতাহাতিতে জড়িয়ে পড়ে দুই পক্ষ।
স্থানীয় সূত্রে খবর, কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি আরও গুরুতর হয়ে ওঠে। জানা গিয়েছে, ওই এলাকার দুটি দোকান এবং দুটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। মিছিল ছেড়ে নিজেদের বাইক ফেলেই পালিয়ে যান অনেকে। পুলিশ এসে কোনওমতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ইন্দোর রুরাল এবং ইন্দোর সিটি-দুই কেন্দ্র থেকেই পুলিশ মোতায়েন করা হয় অশান্ত এলাকায়। প্রস্তুত রাখা হয়েছে সেনাকেও।
ইন্দোর রুরালের পুলিশ সুপার হিতিকা ভাসল জানিয়েছেন, গোটা এলাকায় টহল দিচ্ছে পুলিশ। আপাতত তিনজন আহত হয়েছেন বলে খবর। গোটা ঘটনার তদন্ত হবে। দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। তবে আপাতত গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলেই জানা গিয়েছে।
