shono
Advertisement

রাহুল ইস্যুতে স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা! বিরোধীদের নিয়ে কৌশল সাজাচ্ছে কংগ্রেস

আগামী সোমবার আনাস্থা আনা হবে স্পিকারের বিরুদ্ধে!
Posted: 08:37 PM Mar 28, 2023Updated: 08:50 PM Mar 28, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আদালতের সাজা ঘোষণার পরেই তড়িঘড়ি রাহুল গান্ধীর (Rahul Gnadhi) সাংসদ পদ বাতিল হয়েছে। ওই ঘটনাকে গণতন্ত্রের কণ্ঠরোধের ষড়যন্ত্র হিসেবেই দেখছে কংগ্রেস (Congress), তৃণমূল-সহ (TMC) বিরোধী দলগুলি। এমনকী এই ঘটনার জেরে একজোট হয়ে কেন্দ্রের বিজেপি (BJP) সরকারের বিরুদ্ধে প্রতিবাদে সরব হয়েছে দলগুলি। এবার কংগ্রেসের নেতৃত্বে লোকসভার স্পিকার ওম বিড়লার (Lok Sabha Speaker Om Birla) বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে চলেছে বিরোধী দলগুলি।

Advertisement

সূত্রের খবর, কংগ্রেসের বৈঠকে বিষয়টি ঠিক হয়েছে। সব ঠিক থাকলে আগামী সোমবার আনাস্থা আনা হবে লোকসভার স্পিকারের বিরুদ্ধে। নিয়ম অনুযায়ী অনাস্থা আনার জন্য ৫০ জন সাংসদের সমর্থন লাগবে। সেই লক্ষ্যে ইতিমধ্যে অন্য বিরোধী দলগুলির সঙ্গে কথাবার্তা চালানো শুরু করেছে কংগ্রেস নেতারা।

[আরও পড়ুন: ফের শেয়ার বাজারে ধাক্কা, এবার আদানি গোষ্ঠীর সবক’টি শেয়ারে ধস নামল]

প্রসঙ্গত, সম্প্রতি সংসদে বিরোধী শিবিরের নেতাদের কথা বলতে না দেওয়ার অভিযোগ উঠেছে। বার বার সেই নিয়ে অনুরোধ জানালেও, স্পিকার ওম বিড়লা (Om Birla) কোনও আবেদনে সাড়া দেননি বলে দাবি করেছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এর বিরোধিতাতেই লোকসভার স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা আনতে চলেছে কংগ্রেস-সহ বিরোধী দলগুলি। উল্লেখ্য, অনাস্থা আনতে গেলে সংসদের অধিবেশন মুলতুবি হলে চলবে না। কার্যক্রম অব্যাহত থাকলে তবেই তা আনা সম্ভব হবে।

[আরও পড়ুন: লড়াই মোদির বিরুদ্ধে, সাভারকরের বিরুদ্ধে নয়! বিবাদ মিটিয়ে রাহুলের পাশে উদ্ধব সেনা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement