সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশে করোনার দাপট এখন অনেকটাই স্তিমিত। কিন্তু তা বলে এই মারণ ভাইরাস যে পুরোটা নির্মূল হয়ে গিয়েছে, সেটা বলা যাবে না। মাঝখানে দিন তিনেক দেশের দৈনিক কোভিডগ্রাফ যেমন একেবারে তলানিতে ঠেকেছিল। কিন্তু বৃহস্পতিবার থেকে সেটা ফের ঊর্ধ্বমুখী। এদিন ফের হাজারের বেশি মানুষ এই মারণ রোগে আক্রান্ত হয়েছেন। বেড়েছে মৃতের সংখ্যাও।
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৬ জন। গত তিনদিনের তুলনায় যেটা সামান্য বেশি। এখনও পর্যন্ত দেশের মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৪৬ লক্ষ ৬৩ হাজার ৯৬৮ জন। সংক্রমণ বাড়লেও গত ২৪ ঘণ্টায় কমেছে অ্যাকটিভ কেস। দেশের সক্রিয় করোনা রোগী বর্তমানে ১৩ হাজার ১৮৭ জন। যা মোট আক্রান্তের মাত্র ০.৩ শতাংশ।
[আরও পড়ুন: আন্দোলনের মঞ্চে মিলল জীবনসঙ্গী! SSC ধরনা মঞ্চ থেকে বিয়ের পিড়িতে খুকুমণি-মিঠুন]
স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, ভারতে একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ৩ জন। দেশে এখনও পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ৩০ হাজার ৫১৪ জন। মারণ ভাইরাসের সঙ্গে লড়াইয়ে দেশজুড়ে বাড়ছে সুস্থতার হার। শুধু গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৩৮৫ জন। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ৪১ লক্ষ ২০ হাজার ২৬৭ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। বর্তমানে সুস্থতার হার ৯৮.৭৮ শতাংশ। অর্থাৎ সার্বিকভাবে দেশের পরিসংখ্যানে স্বস্তি মিলেছে।
[আরও পড়ুন: বেপরোয়া গাড়ি চালানোর ফলেই দুর্ঘটনা, সাইরাস মিস্ত্রির মৃত্যুতে অভিযুক্ত চিকিৎসক চালক]
মহামারীকে নির্মূল করার লক্ষ্যে টিকাকরণ চলছে জোরকদমে। ইতিমধ্যে দেশে করোনা টিকার (Corona vaccine) ২১৯ কোটি ৭৬ লক্ষের বেশি ডোজ দেওয়া হয়েছে। গত ২৪ ঘণ্টায় ১ লক্ষ ৩২ হাজারের বেশি ডোজ পেয়েছেন দেশবাসী। তবে সম্প্রতি জনতার মধ্যে বুস্টার বা প্রিকশন ডোজ নেওয়ার আগ্রহ কমছে বলেও লক্ষ্য করেছে কেন্দ্র। এদিকে এদিন দেশে করোনা পরীক্ষার সংখ্যা খানিকটা বেড়ে হয়েছে ১ লক্ষ ৫২ হাজার।