সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী বা এসআইআর চলছে দেশের বারোটি রাজ্যে। দেশে এই প্রথম ভুয়ো তথ্য় দেওয়ার অভিযোগ উঠল একটি পরিবারের বিরুদ্ধে। উত্তরপ্রদেশের এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, রামপুরে এসআইআর কর্মী এক সুপারভাইজরের অভিযোগের ভিত্তিতে বিএনএস আইন এবং জনপ্রতিনিধিত্ব আইনের ৩১ নং ধারায় অভিযুক্তের বিরুদ্ধে মামলা করা হয়েছে। অভিযোগ, নুরজাহান নামের এক মহিলা তাঁর দুই ছেলে আমির খান এবং দানিশ খান সম্পর্কে জেনেবুঝে ভুল তথ্য দিয়েছেন, যাঁরা গত বেশ কয়েক বছর ধরে দুবাই এবং কুয়েতের বাসিন্দা।
রামুপুরের জেলাশাসক অজয় কুমার দ্বিবেদীর দাবি, মহিলা জেনেশুনেই তাঁর দুই সন্তান সম্পর্কে ভুয়ো তথ্য দিয়েছেন। এমনকী নকল স্বাক্ষর করেন তিনি। বিএলওরা যখন ডিজিটালি ফর্ম পূরণ করছিলেন সেই সময় অসঙ্গতি ধরা পড়ে। জেলাশাসকের বক্তব্য, "নির্বাচন কমিশনের নির্দেশিকা মতো জেলার সব নির্বাচনী কেন্দ্রে অত্যন্ত গুরুত্ব ও স্বচ্ছতার সঙ্গে বিশেষ নিবিড় সংশোধনী পরিচালিত হচ্ছে।" আরও বলেন, "মিথ্যা তথ্য দিয়ে ফর্ম দাখিল করা বা তথ্য গোপন করা নির্বাচনী বিধির গুরুতর লঙ্ঘন।” সেই কারণেই উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। যোগীরাজ্যেই দেশে প্রথম এসআইআর-এ ভুল তথ্য সংক্রান্ত অভিযোগের ঘটনায় প্রশ্ন তুলছে বিরোধী দলগুলি।
