shono
Advertisement
Haridwar

মর্গে মৃতদেহ খুবলে খাচ্ছে ইঁদুর! চরম গাফিলতিতে হরিদ্বারের হাসপাতালে ব্যাপক ভাঙচুর পরিজনদের

এই ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।
Published By: Amit Kumar DasPosted: 09:11 PM Dec 06, 2025Updated: 09:11 PM Dec 06, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাসপাতালের মর্গে ইঁদুরের উৎপাত। মৃতদেহ কামড়ে খাচ্ছে ইঁদুরের দল। হুঁশ নেই হাসপাতাল কর্তৃপক্ষের। এই ঘটনা সামনে আসার পর বিক্ষোভে ফেটে পড়ল মৃতের পরিজন। ভাঙচুর চালানো হল হাসপাতালে। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে উত্তরাখণ্ডের হরিদ্বারের জেলা হাসপাতালে। পরিস্থিতি সামাল দিতে মাঠে নেমেছে। গোটা ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এক ব্যক্তির মৃত্যুর পর দেহ ময়নাতদন্তের জন্য রাতে হরিদ্বার জেলা হাসপাতালের মর্গে রাখা ছিল। কথা ছিল সকালে ময়নাতদন্ত করা হবে। সকালে পরিবারের লোকজন হাসপাতালে এসে দেখে মৃতদেহের একটি চোখ উধাও। শরীরের একাধিক জায়গায় ইঁদুরের কামড়ের চিহ্ন। বিষয়টি নজরে পড়তেই ক্ষোভে পড়েন মৃতের পরিজন। মর্গ ব্যবস্থাপনায় ব্যাপক গাফিলতির অভিযোগে ভাঙচুর চলে হাসপাতালে। হাসপাতালের তরফে পুলিশে খবর দেওয়া হলে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে।

এই ঘটনা প্রসঙ্গে পুলিশ কর্তা অভয় প্রতাপ সিং বলেন, "জেলা হাসপাতালের মর্গে একটি মৃতদেহ রাখা ছিল। পরিবারের অভিযোগ, সেই দেহের চোখের কিছুটা অংশ ইঁদুর খেয়ে নিয়েছে। এই ঘটনায় হাসপাতালে ব্যাপক উত্তেজনা ছড়ায়। আমরা এসে এলাকাবাসীকে বুঝিয়ে পরিস্থিতি সামাল দিই।" এদিকে এই ঘটনা সামনে আসার পর নড়েচড়ে বসেছে প্রশাসন। এডিএম ও স্বাস্থ্যদপ্তরের আধিকারিকদের নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গোটা ঘটনা খতিয়ে দেখে এই কমিটি প্রয়োজনীয় পদক্ষেপ করবে। এদিকে এই ডামাডোলের জেরে ওই মৃত ব্যক্তির ময়নাতদন্ত সম্পন্ন হয়নি বলে জানা গিয়েছে। দেহ ময়নাতদন্তের জন্য পরিবারের তরফে সহযোগিতার আবেদন জানানো হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • হাসপাতালের মর্গে ইঁদুরের উৎপাত। মৃতদেহ কামড়ে খাচ্ছে ইঁদুরের দল।
  • এই ঘটনা সামনে আসার পর বিক্ষোভে ফেটে পড়ল মৃতের পরিজন।
  • ব্যাপক ভাঙচুর চালানো হল হাসপাতালে।
Advertisement