সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং শিল্পপতি গৌতম আদানির ডিপফেক ভিডিও সমাজমাধ্যমে পোস্ট করে কুৎসা ছড়ানোর অভিযোগ উঠেছিল কংগ্রেস নেতাদের বিরুদ্ধে। ৪৮ ঘণ্টার মধ্যে সেই ভিডিও কংগ্রেসকে সবক'টি সমাজমাধ্যম থেকে সরানোর নির্দেশ দিল গুজরাটের আমেদাবাদের আদালত।
কংগ্রেসের পোস্ট করা ভিডিও নিয়ে আপত্তি তুলে আদালতের দ্বারস্থ হয়েছিল আদানির সংস্থা। বৃহস্পতিবার সেই মামলায় কংগ্রেস এবং ওই দলের নেতা জয়রাম রমেশ ও পবন খেরাদের এই নির্দেশ দিয়েছে। আদালত বলেছে, রায়দানের ৪৮ ঘণ্টার মধ্যে ভিডিওটি সমাজমাধ্যম থেকে তুলে নিতে হবে। যদি কংগ্রেস বা ওই দলের নেতারা তা না করেন, তা হলে সমাজমাধ্যমগুলির কর্তৃপক্ষ ৭২ ঘণ্টার ভিডিওটি নিজেদের প্ল্যাটফর্ম থেকে সরিয়ে নেবেন। রায়ের প্রতিলিপিতে বলা হয়েছে, আদালতের আদেশ অমান্য হলে তথ্যপ্রযুক্তি আইনের ধারায় পদক্ষেপ করতে পারবেন মামলাকারীরা।
আদালত জানিয়েছে, ভিডিওটি শুধু মানহানিকরই নয়, সংবিধানের অনুচ্ছেদ ২১-ও লঙ্ঘন করে। সমাজে মামলাকারীদের ভাবমূর্তি নষ্ট করতেই এ কাজ করা হয়েছে বলে পর্যবেক্ষণ আদালতের। শুধু তা-ই নয়, ভিডিওয় যে ভাষ্য তুলে ধরা হয়েছে, তা-ও বিকৃত এবং ভিত্তিহীন বলে জানিয়েছেন বিচারক। এই সূত্রে অভিযুক্ত কংগ্রেস নেতাদের শোকজও করেছে আদালত। মামলার পরবর্তী শুনানি ২৯ ডিসেম্বর। তার মধ্যে শো কজের জবাব দিতে বলা হয়েছে তাঁদের।
