সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওড়িশায় (Odisha) ফের কুমিরের হামলায় (Crocodile Attack) মৃত্যু। ব্রাহ্মণী নদীতে হাত-মুখ ধুতে গিয়ে নিখোঁজ প্রৌঢ়ের কাটা মাথা মিলল ওই নদীর পাড়েই। এখনও মেলেনি দেহের হদিশ। ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। উল্লেখ্য, এই নিয়ে গত দেড় মাসে ওড়িশায় চার জনের মৃত্যু হল কুমিরের হামলায়।
পুলিশ জানিয়েছে, মৃতের নাম অমূল্য দাস। তিনি কেন্দ্রাপাড়ার পাত্তামুন্ডাই ব্লকের কুলাশাহি গ্রামের বাসিন্দা। অমূল্যের পরিবার জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় ব্রাহ্মণী নদীতে হাতমুখ ধুতে গিয়েছিলেন তিনি। আর বাড়ি ফেরেননি। পরিবারের সদস্য এবং প্রতিবেশীরা খুঁজতে বেরোলেও রহস্যের সমাধান হয়নি। শুক্রবার নদীর ধারে অমূল্যের কাটা মাথা দেখতে পান স্থানীয়রা।
[আরও পড়ুন: বাঘ দিবসে সুখবর, মধ্যপ্রদেশে চার বছরে দক্ষিণরায়ের সংখ্যা বাড়ল ২৫৯টি, টুইট শিবরাজের]
এক গ্রামবাসী দাবি করেছেন, বৃহস্পতিবার রাতে নদীর পাড়ে চিৎকারের শব্দ পেয়েছিলেন তিনি। যার পর কয়েকজন মিলে সেদিকে এগিয়েও যান। যদিও নদীর ধারে কাউকে দেখা যায়নি, ফলে তারা ফিরে আসেন। শেষতক বাড়ির লোকেরা দমকল খবর দেন। দমকল কর্মীরা রাতভর তন্নতন্ন করে অমূল্যের খোঁজ চালান। শুক্রবার সকালে তাঁর কাটা মাথা উদ্ধার হয় নদীর পাড় থেকে। যদিও দেহের বাকি অংশের কোনও হদিশ মেলেনি।