shono
Advertisement
Tahawwur Rana

আরও অস্বস্তিতে তাহাউর রানা, ২৬/১১ অভিযুক্তের এনআইএ হেফাজতের মেয়াদ বাড়ল

একদিন অন্তর আইনজীবীদের সঙ্গে দেখা করতে পারবে রানা।
Published By: Anwesha AdhikaryPosted: 05:19 PM Apr 28, 2025Updated: 05:19 PM Apr 28, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুম্বই হামলার মূলচক্রী তাহাউর রানার এনআইএ হেফাজতের মেয়াদ আরও বাড়াল দিল্লির আদালত। সোমবারই রানার এনআইএ হেফাজতের মেয়াদ শেষ হয়। তাকে পেশ করা দিল্লির এনআইএ আদালতের বিচারক চন্দর জিৎ সিংয়ের এজলাসে। শুনানির পর আদালত জানিয়ে দেয়, ১২ দিনের জন্য আবার এনআইএ হেফাজতে পাঠানো হল রানাকে।

Advertisement

দিনকয়েক আগে পরিবারের সঙ্গে কথা বলার আর্জি নিয়ে দিল্লির বিশেষ এনআইএ আদালতের দ্বারস্থ হয়েছিল রানা। আইনজীবীর দাবি, ওই জঙ্গি যেহেতু বিদেশি নাগরিক এবং অসুস্থ, তাই তার পরিবার তাকে নিয়ে উদ্বিগ্ন। তারা খোঁজখবর নিতে চায়। সেকারণেই পরিবারের সঙ্গে ফোনে কথা বলতে চায় ওই জঙ্গি। পালটা এনআইএর দাবি, রানার মতো জঙ্গিকে ফোনে কথা বলতে দেওয়া বিপজ্জনক। সে গোপন তথ্য ফাঁস করে দিতে পারে। তবে সেই আবেদনে এখনও রায় দেয়নি দিল্লির আদালত।

তারমধ্যেই রানার এনআইএ হেফাজতের মেয়াদ ফুরোয় সোমবার। মুখ ঢাকা অবস্থায় তাকে পেশ করা হয় আদালতে। তবে আগামী ১২ দিন রানাকে থাকতে হবে এনআইএ হেফাজতে। প্রত্যেক দিন তার স্বাস্থ্যপরীক্ষা হবে। একদিন অন্তর আইনজীবীদের সঙ্গে দেখা করতে পারবে রানা। তবে সেসময়ে উপস্থিত থাকবেন এনআইএ আধিকারিকরা। রানার সঙ্গে আইনজীবীর আলোচনাও শুনতে পারবেন তাঁরা।

উল্লেখ্য, ২০০৮-এর ২৬ নভেম্বর মুম্বইয়ে যে পাকিস্তানের জঙ্গিরা হামলা চালিয়েছিল তাদের অন্যতম মদতদাতা ছিল এই রানা। হামলার অন্যতম ষড়যন্ত্রী ছিল মার্কিন নাগরিক ডেভিল কোলম্যান হেডলি। রানা তার ঘনিষ্ঠ। প্রায় দেড় দশক ধরে এই অপরাধীকে হাতে পেতে চেষ্টা চালিয়ে গিয়েছে ভারত। গত বছরের আগস্ট মাসে ওয়াশিংটনের ফেডারেল আদালত জানিয়ে দেয় রানা ভারতের কাছে প্রত্যর্পণযোগ্য। পালটা আবেদন করেছিল সে। কিন্তু কিছুই ধোপে টেকেনি। সমস্ত চেষ্টা ব্যর্থ হওয়ার পরেই প্রত্যর্পণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দিনকয়েক আগে পরিবারের সঙ্গে কথা বলার আর্জি নিয়ে দিল্লির বিশেষ এনআইএ আদালতের দ্বারস্থ হয়েছিল রানা।
  • তারমধ্যেই রানার এনআইএ হেফাজতের মেয়াদ ফুরোয় সোমবার। মুখ ঢাকা অবস্থায় তাকে পেশ করা হয় আদালতে।
  • ২০০৮-এর ২৬ নভেম্বর মুম্বইয়ে যে পাকিস্তানের জঙ্গিরা হামলা চালিয়েছিল তাদের অন্যতম মদতদাতা ছিল এই রানা।
Advertisement