shono
Advertisement
Umar Khalid

অন্তর্বর্তী জামিন পেলেন উমর খালিদ! দিদির বিয়েতে যাওয়ার অনুমতি দিল দিল্লির আদালত

আগামী ২৭ ডিসেম্বর উমরের দিদির বিয়ে।
Published By: Monishankar ChoudhuryPosted: 07:54 PM Dec 11, 2025Updated: 07:54 PM Dec 11, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিদির বিয়েতে যেতে পারবেন উমর খালিদ। বৃহস্পতিবার তাঁর অন্তর্বর্তী জামিনের আবেদন মঞ্জুর করল দিল্লির আদালত। প্রায় এক বছর পর আবার জেলমুক্তি ঘটতে চলেছে দিল্লি হিংসায় অন্যতম অভিযুক্ত উমরের।

Advertisement

আগামী ২৭ ডিসেম্বর উমরের দিদির বিয়ে। তার জন্য ১৪ ডিসেম্বর থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত অন্তর্বর্তী জামিনের আবেদন জানিয়েছিলেন তিনি। তা-ই মঞ্জুর হয়েছে। ২০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে উমরের ‌অন্তর্বর্তী জামিনের আবেদন মঞ্জুর করেছেন বিচারক সমীর বাজপেয়ী। আদালতের নির্দেশ মতো দু'সপ্তাহ অর্থাৎ, ১৬ ডিসেম্বর থেকে ২৯ ডিসেম্বর জেলের বাইরে থাকতে পারবেন উমর।

তবে উমরকে বেশ কিছু শর্তও মানতে হবে। আদালত জানিয়েছে, অন্তর্বর্তী জামিনে বাইরে থাকার সময় সমাজমাধ্যম ব্যবহার করতে পারবেন না উমর। শুধু পরিবারের সদস্য, আত্মীয়স্বজন এবং বন্ধুদের সঙ্গেই দেখা করতে পারবেন। বাড়ি এবং অনুষ্ঠানস্থল ছাড়া আর কোথাও যেতে পারবেন না। আবেদনপত্রে যে অনুষ্ঠানস্থলের কথা উমর উল্লেখ করেছেন, কেবল সেখানেই তিনি উপস্থিত থাকতে পারবেন। প্রসঙ্গত, গত বছর ডিসেম্বর মাসে উমর অন্তর্বর্তী জামিন পেয়েছিলেন। সে বারও বাড়ির এক সদস্যের উপলক্ষে অন্তর্বর্তী জামিনের আবেদন মঞ্জুর করেছিল আদালত। সেই সময়ে সাত দিনের জন্য জেল থেকে ছাড়া পেয়েছিলেন উমর।

২০২০ সালের ফেব্রুয়ারিতে সিএএ বিরোধী বিক্ষোভকে কেন্দ্র করে দিল্লিতে হিংসার ঘটনা ঘটেছিল। তাতে নিহত হন ৫৩ জন। উমর ছাড়াও ওই মামলায় গ্রেফতার হয়েছিলেন শারজিল ইমাম, মিরান হায়দার, গুলফিশা ফাতিমা এবং শিফা উর রহমান। দিল্লি পুলিশ দাবি করে, হিংসার ঘটনায় ‘অন্যতম মূল ষড়যন্ত্রকারী’ উমর। দিল্লি হাই কোর্ট গত ২ সেপ্টেম্বর উমরদের জামিনের আর্জি নাকচ করার পরে তাঁরা শীর্ষ আদালতের দ্বারস্থ হন। উমরদের সেই সাধারণ জামিনের মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন। গত ১০ ডিসেম্বর এই সংক্রান্ত রায় স্থগিত রেখেছে শীর্ষ আদালত।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দিদির বিয়েতে যেতে পারবেন উমর খালিদ।
  • বৃহস্পতিবার তাঁর অন্তর্বর্তী জামিনের আবেদন মঞ্জুর করল দিল্লির আদালত।
  • প্রায় এক বছর পর আবার জেলমুক্তি ঘটতে চলেছে দিল্লি হিংসায় অন্যতম অভিযুক্ত উমরের।
Advertisement