shono
Advertisement
Ravindra Jadeja

জাডেজার হুঁকো-বিড়ি খাওয়ার ছবি ঘিরে বিতর্ক, স্ত্রীর সাফাই, 'বাকি ক্রিকেটারেরা নেশা করলেও...'

গুজরাতের শিক্ষামন্ত্রী রিভাবা জাডেজার মন্তব্যে অস্বস্তিতে ভারতীয় ক্রিকেট মহল।
Published By: Buddhadeb HalderPosted: 08:43 PM Dec 11, 2025Updated: 08:43 PM Dec 11, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সম্প্রতি গুজরাত সরকারের শিক্ষামন্ত্রী হয়েছেন রিভাবা জাডেজা। তিনি সম্পর্কে ভারতীয় ক্রিকেটার রবীন্দ্র জাডেজার স্ত্রী। স্বামীর প্রশংসা করতে গিয়ে অন্য ক্রিকেটারদের নিয়ে তাঁর একটি মন্তব্য সম্প্রতি বিতর্কের জন্ম দিয়েছে। তিনি প্রকাশ্য জনসভায় জানান, দলের বাকি ক্রিকেটারেরা নেশা করলেও জাডেজা তা করেন না। এই মন্তব্য নিয়ে অস্বস্তিতে পড়েছে দেশের ক্রিকেটমহল।

Advertisement

একটি জনসভায় কুঅভ্যাস প্রসঙ্গে বক্তব্য রাখছিলেন রিভাবা। সেখানেই তিনি রবীন্দ্র জাডেজার উদাহরণ টানেন। তিনি বলেন, "আমার স্বামী লন্ডন, দুবাই, অস্ট্রেলিয়ার মতো আন্তর্জাতিক জায়গায় নিয়মিত ঘোরেন। অথচ আজও কোনও ধরনের নেশা তাঁকে স্পর্শ করেনি।” রিভাবা জানান, “দলের বাকি ক্রিকেটারদের কারও না কারও হয়তো নেশা থাকলেও থাকতে পারে। অথচ জাডেজার নেশা করতে কোনও বাধা ছিল না।” তাঁর মতে, জাডেজা ১২ বছর বয়সে বাড়ি ছেড়েছিলেন। চাইলে যে কোনও কাজ করার সুযোগ তাঁর কাছে ছিল। কিন্তু সামাজিক দায়িত্ব এবং কর্তব্যের কথা ভেবেই তিনি নেশা থেকে দূরে থেকেছেন।

তবে রিভাবা জাডেজার এই মন্তব্যের সঙ্গে স্বামীর অতীত কাজের কিছু অমিল রয়েছে। ২০১৭ সালে রবীন্দ্র জাডেজা নিজে হুঁকো খাওয়ার একটি ছবি সমাজমাধ্যমে পোস্ট করে বিতর্কে জড়িয়েছিলেন। সেই ছবির ক্যাপশনও বেশ রহস্যজনক ছিল। সেই সময় এটিকে তরুণদের জন্য খারাপ উদাহরণ বলে সমালোচনা করা হয়েছিল। এছাড়া, ২০২২ সালেও তিনি অভিনেতা আল্লু অর্জুনের 'পুষ্পা' সিনেমার কায়দায় বিড়ি মুখে নিয়ে একটি এআই-নির্মিত ছবি পোস্ট করেন। যদিও তখন তিনি 'তামাক খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর' বলে একটি সতর্কবার্তা যোগ করে বিতর্ক এড়ানোর চেষ্টা করেছিলেন।

বর্তমানে বিতর্কটি জাডেজাকে নিয়ে নয়, বরং তাঁর স্ত্রী রিভাবাকে নিয়ে। ভারতীয় দলে ঠিক কাদের উদ্দেশ্যে তিনি এই কথা বলেছেন, তা এখনও স্পষ্ট নয়। বাকি ক্রিকেটারেরা সকলেই নেশার অভ্যাসে যুক্ত কি না, তার প্রমাণ রিভাবার কাছে আছে কি না, সেই প্রশ্নও উঠেছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • স্বামীর প্রশংসা করতে গিয়ে অন্য ক্রিকেটারদের নিয়ে রিভাবা জাডেজার একটি মন্তব্য বিতর্কের জন্ম দিয়েছে।
  • রিভাবা জাডেজার এই মন্তব্যের সঙ্গে স্বামীর অতীত কাজের কিছু অমিল রয়েছে।
  • ভারতীয় দলে ঠিক কাদের উদ্দেশ্যে তিনি এই কথা বলেছেন, তা এখনও স্পষ্ট নয়।
Advertisement