shono
Advertisement
Delhi

দিল্লি পুলিশের জালে ড্রাগ সাম্রাজ্যের অধিশ্বরী! বমাল গ্রেপ্তার 'লেডি ডন'

আন্তর্জাতিক বাজারে মাদকের মূল্য প্রায় এক কোটি টাকা।
Published By: Subhankar PatraPosted: 04:55 PM Feb 21, 2025Updated: 06:17 PM Feb 21, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবশেষে দিল্লি পুলিশের জালে কুখ্যাত 'ডন' জোয়া খান। উত্তর দিল্লির ওয়েলকাম এলাকায় ড্রাগস পাচারের সময় গ্রেপ্তার করা হয়েছে তাঁকে। জোয়ার থেকে ২৭০ গ্রাম হেরোইন পাওয়া গিয়েছে। আন্তর্জাতিক বাজারে যার মূল্য প্রায় এক কোটি টাকা।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোয়েন্দাদের টপ লিস্টে থাকা জোয়া কুখ্যাত গ্যাংস্টার হাশিম বাবার তৃতীয় স্ত্রী। প্রথম স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর হাশিমের সঙ্গে তাঁর বিয়ে হয়। হাশিম একাধিক খুন, তোলাবাজি এবং চোরাচালান-সহ ১২টিরও বেশি অপরাধের মামলায় তিহার জেলে বন্দি।

দাউদ ইব্রাহিমের বোন হাসিনা পার্কারের হাত ধরে অপরাধ জগতে আসা জোয়া, স্বামী হাশিমের গ্যাং চালাচ্ছিলেন। জোয়া প্রায় প্রতিদিনই জেলে তাঁর স্বামীর সঙ্গে দেখা করতে যেতেন। জোয়ার বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকার পরও তাঁকে গ্রেপ্তার করতে পারছিল না পুলিশ।

কিন্তু কেন? এই লেডি ডনের বিরুদ্ধে কোনও পোক্ত প্রমাণ জোগাড় করতে পারছিল না দিল্লি পুলিশ। তাছাড়া, জয়া নিজেকে কোনও গোপন ডেরায় লুকিয়ে রাখতেন না। বিভিন্ন হাই-প্রোফাইল পার্টিতে যাতাওয়াতও ছিল না। কীভাবে গ্রেপ্তার হলেন 'লেডি ডন'? জোয়ার উপর দীর্ঘদিন ধরে নজর রাখছিলেন স্পেশাল সেলের এসিপি সঞ্জয় দত্ত। বৃহস্পতিবার গোপন সূত্রের খবর পেয়ে তাঁকে হাতেনাতে ধরে পুলিশ। জোয়ার বাপের বাড়ির দিক থেকেও অপরাধের সঙ্গে থাকার ইতিহাস রয়েছে। তাঁর মা যৌনচক্র চালানোর অভিযোগে গ্রেপ্তার হয়েছিল। বর্তমানে তিনি জামিনে মুক্ত। বাবা ড্রাগস পাচারের সঙ্গে যুক্ত ছিলেন। এবার সেই ড্রাগস পাচার করার সময়ই তাঁকে গ্রেপ্তার করল পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • অবশেষে দিল্লি পুলিশের জালে কুখ্যাত 'ডন' জোয়া খান।
  • উত্তর দিল্লির ওয়েলকাম এলাকায় ড্রাগস পাচারের সময় গ্রেপ্তার করা হয়েছে তাঁকে।
  • জোয়ার থেকে ২৭০ গ্রাম হেরোইন পাওয়া গিয়েছে।
Advertisement