shono
Advertisement
Tamil Nadu

ডিএমকে বিধায়কের ছেলের তৈরি টাকার চিহ্নই বদলে ফেললেন স্ট্যালিন, কী বলছেন সেই উদয়?

২০০৯ সালে টাকার চিহ্ন তৈরি করেন উদয়।
Published By: Anwesha AdhikaryPosted: 12:55 PM Mar 14, 2025Updated: 12:55 PM Mar 14, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টাকার চিহ্ন বদলে ফেলা ঘিরে উত্তাল গোটা দেশ। দেবনাগরীর বদলে তামিল হরফে টাকার চিহ্ন ব্যবহার করা হয়েছে ডিএমকে শাসিত তামিলনাড়ুর বাজেটে। সেই আচরণকে বিচ্ছিন্নতাবাদকে উসকানি দেওয়ার সমকক্ষ বলে তোপ দেগেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। কিন্তু যাঁর তৈরি ডিজাইন বদলে ফেলা হল, তাঁর কী মত? কী বলছেন সেই ডি উদয় কুমার?

Advertisement

২০০৯ সালে টাকার চিহ্ন তৈরি করেন উদয়। তিনি গুয়াহাটি আইআইটির অধ্যাপক। তাঁর বাবা ছিলেন বর্তমানে তামিলনাড়ুর শাসক দল ডিএমকের বিধায়ক। দীর্ঘদিন পরে তাঁর তৈরি চিহ্ন বদলে ফেলল তাঁরই রাজ্যের সরকার। তাতে অবশ্য খুব একটা দুঃখিত নন উদয়। সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে তিনি বলেন, "ডিজাইনার হিসাবে এমন পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হয়। আমার তৈরি করা সব ডিজাইন যে সবসময়ে প্রশংসিত হবে এমনটা নয়। সমালোচনা হবেই। তবে ডিজাইনার হিসাবে সমালোচনা থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যেতে হবে।"

তামিলনাড়ু সরকার তাঁর ডিজাইন বদলে নতুনভাবে টাকার চিহ্ন বানিয়েছে, সেটাকে অসম্মান হিসাবে দেখতে চান না উদয়। তাঁর মতে, যেসময়ে ডিজাইন তৈরি করার কথা ছিল সেসময়ে সঠিকভাবে কাজ করতে পেরেছেন। কিন্তু সেটা নিয়ে একদিন বিতর্ক হবে, ভাবতে পারেননি ডিএমকে নেতার পুত্র। জাতীয় চিহ্ন বাতিল করে নিজেদের রাজ্যের জন্য আলাদা করে টাকার চিহ্ন তৈরি করা কি ঠিক? উত্তর দিতে চাননি উদয়। তাঁর মতে, এই প্রশ্নের উত্তর দেওয়া উচিত একমাত্র তামিলনাড়ুর সরকারের।

শুক্রবার তামিলনাড়ু বিধানসভায় পেশ হয় চলতি অর্থবর্ষের বাজেট। তার আগেই বৃহস্পতিবার দেখা যায়, বাজেটের নথিতে বদলে ফেলা হয়েছে টাকার চিহ্ন। তামিল অক্ষরের ‘রু’-এর আদলে নতুন করে টাকার চিহ্ন তৈরি করা হয়েছে। সেটাই ব্যবহার করা হচ্ছে তামিলনাড়ু বাজেটের সমস্ত নথিপত্রে। তার ছবি নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন স্ট্যালিন নিজেই। তামিলনাড়ুর এক সরকারি আধিকারিকের কথায়, দেবনাগরীর বদলে এবার তামিল হরফকে গুরুত্ব দেওয়া হচ্ছে। চিহ্ন পরিবর্তন ঘিরে বিজেপির তোপে পড়েছে ডিএমকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ২০০৯ সালে টাকার চিহ্ন তৈরি করেন উদয়। তিনি গুয়াহাটি আইআইটির অধ্যাপক।
  • তামিলনাড়ু সরকার তাঁর ডিজাইন বদলে নতুনভাবে টাকার চিহ্ন বানিয়েছে, সেটাকে অসম্মান হিসাবে দেখতে চান না উদয়।
  • শুক্রবার তামিলনাড়ু বিধানসভায় পেশ হয় চলতি অর্থবর্ষের বাজেট। তার আগেই বৃহস্পতিবার দেখা যায়, বাজেটের নথিতে বদলে ফেলা হয়েছে টাকার চিহ্ন।
Advertisement