shono
Advertisement
Air India

বারবার গাফিলতি! এয়ার ইন্ডিয়ার লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি ডিজিসিএ-র

শনিবারই এয়ার ইন্ডিয়ার তিন উচ্চপদস্থ আধিকারিককে বরখাস্তের নির্দেশ দিয়েছে ডিজিসিএ।
Published By: Subhodeep MullickPosted: 09:09 PM Jun 22, 2025Updated: 09:09 PM Jun 22, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের অসামরিক বিমান পরিবহণ নিয়ন্ত্রক সংস্থার (ডিজিসিএ) রোষের মুখে পড়ল এয়ার ইন্ডিয়া। এবার বিমান সংস্থাটির লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি দিল ডিজিসিএ। সূত্রের খবর, অসামরিক বিমান পরিবহণ নিয়ন্ত্রক সংস্থার তরফে স্পষ্ট জানানো হয়েছে, বারবার গাফিলাতি কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। প্রয়োজনে এয়ার ইন্ডিয়ার লাইসেন্স বাতিল করতেও পিছ পা হবে না ডিজিসিএ।

Advertisement

শনিবারই এয়ার ইন্ডিয়ার তিন উচ্চপদস্থ আধিকারিককে গাফিলতির অভিযোগে বরখাস্তের নির্দেশ দিয়েছে ডিজিসিএ। পাশাপাশি, অভ্যন্তরীণ তদন্তের কথাও বলা হয়েছে। সেই নির্দেশ ইতিমধ্যে কার্যকর করা হয়েছে। এয়ার ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, নিয়ন্ত্রক সংস্থার নির্দেশ পুরোপুরি মেনে নেওয়া হয়েছে এবং ইতিমধ্যেই ব্যবস্থা নেওয়া হয়েছে। যাঁদের বিরুদ্ধে অভিযোগ তাঁরা হলেন-চূড়া সিং (ডিভিশনাল ভাইস প্রেসিডেন্ট), পিঙ্কি মিত্তল (চিফ ম্যানেজার, অপারেশনস-ক্রু শিডিউলিং) এবং পায়েল অরোরা (ক্রু শিডিউলিং প্ল্যানিং)। 

প্রসঙ্গত, ডিজিসিএ তাদের রিপোর্টে উল্লেখ করেছে, 'ক্রু শিডিউলিং, নিয়ম পর্যবেক্ষণ এবং অভ্যন্তরীণ জবাবদিহির ইস্যুতে এয়ার ইন্ডিয়ার মারাত্মক গাফিলতি রয়েছে। সব থেকে উদ্বেগের বিষয় হল, এই গুরুতর ভুলের জন্য প্রত্যক্ষভাবে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে তেমন কোনও কঠোর পদক্ষেপ নেওয়া হয়নি এতদিনে। রিপোর্টে জানা গিয়েছে, স্পট চেকের সময় প্রমাণিত যে, এয়ার ইন্ডিয়ার অ্যাকাউন্টেবল ম্যানেজার ১৬ মে এবং ১৭ মে বেঙ্গালুরু থেকে লন্ডনে (এআই১৩৩) দু'টি ফ্লাইট পরিচালনা করেছিলেন। সেই দু'টি ফ্লাইটই নির্ধারিত ১০ ঘণ্টার ফ্লাইট সময়সীমা অতিক্রম করেছিল। গোটা ঘটনায় আগামী দশ দিনের মধ্যে এয়ার ইন্ডিয়াকে জবাব দেওয়ারও নির্দেশ দিয়েছে ডিজিসিএ। তার মধ্যেই এবার এয়ার ইন্ডিয়ার লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি দিল অসামরিক বিমান পরিবহণ নিয়ন্ত্রক সংস্থাটি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ফের অসামরিক বিমান পরিবহণ নিয়ন্ত্রক সংস্থার (ডিজিসিএ) রোষের মুখে পড়ল এয়ার ইন্ডিয়া।
  • এবার বিমান সংস্থাটির লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি দিল ডিজিসিএ।
Advertisement