shono
Advertisement
DRDO

আরও দুর্ভেদ্য ভারতের আকাশ, অত্যাধুনিক স্বদেশি এয়ার ডিফেন্স সিস্টেমের সফল পরীক্ষা DRDO-র

ডিআরডিও-কে ধন্যবাদ জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
Published By: Subhodeep MullickPosted: 03:27 PM Aug 24, 2025Updated: 03:36 PM Aug 24, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার আরও দুর্ভেদ্য এবং মজবুত ভারতের আকাশ। বৃহস্পতিবার ওড়িশা উপকূলে দেশীয় প্রযুক্তিতে তৈরি এয়ার ডিফেন্স সিস্টেমের সফল পরীক্ষা করল ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও)। নয়া এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাটির পোশাকি নাম ‘ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স ওয়েপন্স সিস্টেম’ (আইএডিডব্লিউএস)। এদিন বেলা সাড়ে ১২টা নাগাদ সফল পরীক্ষার পর ডিআরডিও-কে ধন্যবাদ জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।      

Advertisement

এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কী বিশেষত্ব? সূত্রের খবর, আইএডিডব্লিউএস একটি বহুস্তরীয় এয়ার ডিফেন্স সিস্টেম। এটির মধ্যে রয়েছে তিন ধরনের ক্ষেপনাস্ত্র। সেগুলি হল - কুইক রিঅ্যাকশন সারফেস টু এয়ার মিসাইল (কিউআরএসএএম), অ্যাডভান্সড ভেরি শর্ট এয়ার ডিফেন্স সিস্টেম (ভিএসএইচওআরএডিএস) এবং ডায়রেক্টে এনার্জি ওয়েপন (ডিইডব্লিউ)। প্রথমটি শত্রুপক্ষের ক্ষেপনাস্ত্রকে দ্রুত নিশানা বানিয়ে, তা আকাশেই ধ্বংস করে দিতে সক্ষম। দ্বিতীয়টি স্বল্প দূরত্বে থাকা শত্রুর ক্ষেপণাস্ত্রকে সেকেন্ডেরও কমে নষ্ট করতে সক্ষম। অন্যদিকে, ডিইডব্লিউতে রয়েছে অত্যাধুনিক লেজার সিস্টেম, যা মুহূর্তেই শত্রুর যে কোনও ধরনের ক্ষেপণাস্ত্রকে সহজেই গুঁড়িয়ে দিতে পারে।

আইএডিডব্লিউএস-এর সফল পরীক্ষার পর ডিআরডিও-কে ধন্যবাদ জানিয়েছেন রাজনাথ।তিনি তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন, 'আইএডিডব্লিউএস-এর সফল পরীক্ষার জন্য ডিআরডিও এবং ভারতীয় সেনাকে অভিনন্দন জানাই। বহুস্তরীয় এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভারতের আকাশকে আরও নিশ্চিদ্র এবং মজবুত বানাবে।'

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এবার আরও দুর্ভেদ্য এবং মজবুত ভারতের আকাশ।
  • বৃহস্পতিবার ওড়িশা উপকূলে অত্যাধুনিক স্বদেশি এয়ার ডিফেন্স সিস্টেমের সফল পরীক্ষা করল ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও)।
  • নয়া এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাটির পোশাকি নাম ‘ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স ওয়েপন্স সিস্টেম’ (আইএডিডব্লিউএস)।
Advertisement