shono
Advertisement
Droupadi Murmu

ঐতিহাসিক সিদ্ধান্ত, প্রথম রাষ্ট্রপতি হিসাবে শবরীমালা যাচ্ছেন দ্রোপদী মুর্মু

জেনে নিন রাষ্ট্রপতির কেরলের সফরসূচি।
Published By: Gopi Krishna SamantaPosted: 02:46 PM May 06, 2025Updated: 03:15 PM May 06, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের প্রথম কোনও রাষ্ট্রপতি কেরলের শবরীমালা আয়াপ্পা মন্দির পরিদর্শনে যাচ্ছেন। আগামী ১৯ মে রাষ্ট্রপতি দ্রোপদী মুর্মু মন্দির পরিদর্শন করবেন বলে  ত্রাভাঙ্কর দেবস্বম বোর্ড (TDB) জানিয়েছে। TDB-র দাবি, রাষ্ট্রপতির এই পরিদর্শন ঐতিহাসিক হতে চলেছে।

Advertisement

আগামী ১৮ মে থেকে দু’দিনের কেরল সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি। সফরের প্রথমদিন অর্থাৎ ১৮ মে কোয়াট্টম জেলায় একটি বেসরকারি অনুষ্ঠানে যোগ দেবেন। পরের দিন ১৯ মে মন্দিরের কাছে নীলাক্কল হেলিপ্যাডে পৌঁছবেন। পাম্পা বেস ক্যাম্প হয়ে তীর্থযাত্রীদের মতো ৪.২৫ কিলোমিটার পথ হেঁটে মন্দিরে যাবেন বলে জানা গিয়েছে। পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত পরিবর্তিত হবে বলে জানা গিয়েছে।

দেবস্বম বোর্ডের সভাপতি পিএস প্রশান্ত বলেন, “এটাই প্রথম যখন কোনও রাষ্ট্রপতি শবরীমালা মন্দির পরিদর্শন করবেন। তবে তিনি হেঁটে মন্দিরে যাবেন না গাড়িতে করে পৌঁছবেন, সে বিষয়ে SPG সিদ্ধান্ত নেবে। আমরা তাদের নির্দেশ মতো সমস্ত ব্যবস্থা করব।” তিনি আরও বলেন, “রাষ্ট্রপতির সফরের কথা দু’তিন সপ্তাহ ধরেই শোনা যাচ্ছিল। তবে বর্তমানে এটা নিশ্চিত করা হয়েছে। মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এ নিয়ে একটি বৈঠক করেছেন। দ্রুত রাস্তা সারাইয়ের কাজ করা হচ্ছে।”

উল্লেখ্য, শবরীমালা মন্দিরে মহিলাদের প্রবেশ নিয়ে দীর্ঘদিন ধরেই বিতর্ক চলে আসছে। রীতি অনুযায়ী, ১০ থেকে ৫০ বছর বয়সি মহিলাদের এই মন্দিরে প্রবেশের অধিকার দেওয়া হয় না। ২০১৮ সালে এই রীতিকে অসাংবিধানিক বলে আখ্যা দেয় সুপ্রিম কোর্ট। এর পরেই বিতর্ক আরও তীব্র হয়। এই রায় ধর্মীয় সংস্কৃতির বিরোধী বলে দাবি করে কয়েকটি হিন্দু সংগঠন। এরই মধ্যে দেশের প্রথম রাষ্ট্রপতি হিসাবে দ্রোপদী মুর্মুর মন্দির পরিদর্শনের সিদ্ধান্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ভারতের প্রথম কোনও রাষ্ট্রপতি হিসাবে দ্রোপদী মুর্মু কেরলের শবরীমালা আয়াপ্পা মন্দির পরিদর্শনে যাচ্ছেন।
  • আগামী ১৯ মে তিনি মন্দির পরিদর্শন করবেন বলে মন্দির পরিচালন কমিটি ত্রাভাঙ্কর দেবস্বম বোর্ড (TDB) জানিয়েছে।
  • তীর্থযাত্রীদের মতো ৪.২৫ কিলোমিটার পথ হেঁটে মন্দিরে যাবেন বলে জানা গিয়েছে।
Advertisement