সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঝোড়ো হাওয়ার সঙ্গে চলছে বৃষ্টির ঝাপটা। ঘূর্ণিঝড় ফেনজলের তাণ্ডবের মাঝেই বিমানবন্দরে অবতরণের চেষ্টা করছিল যাত্রীবাহী ইন্ডিগোর বিমান। তবে রানওয়ে ছোঁয়ার মুহূর্তেই ঘটল বিপত্তি। হাওয়ার ঝাপটায় নিয়ন্ত্রণ হারিয়ে একেবারে শেষ মুহূর্তে ফের আকাশে উড়ে গেল মুম্বই থেকে চেন্নাইগামী ইন্ডিগো বিমান। পাইলটের দক্ষতায় রক্ষা পেলেন বিমানে থাকা শতাধিক যাত্রী। শিউরে ওঠার মতো সেই ঘটনার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল।
সোশাল মিডিয়ায় চেন্নাই বিমানবন্দরে ঘটা এই ভিডিও শেয়ার করেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। যেখানে দেখা গিয়েছে, প্রবল হাওয়ার দাপটের মাঝেই অবতরণের চেষ্টা করছে একটি বিমান। তার একটি চাকা মাটি ছুঁলেও ঝড়ের জেড়ে বেসামাল হয়ে যায় বিমানটি। অবতরণ করতে না পেরে তৎক্ষণাৎ আকাশে উড়ে যাচ্ছে সেটি। এই ঘটনা প্রসঙ্গে ইন্ডিগোর তরফে জানানো হয়েছে, ৬ই ৬৮৩ এই নম্বরের ইন্ডিগো বিমানটি মুম্বই থেকে চেন্নাইয়ের উদ্দেশে রওনা দিয়েছিল। তবে ঝড় শুরু হওয়ায় বিমানবন্দরে নামতে পারছিল না সেটি।
পাইলটের প্রশংসা করে ইন্ডিগোর তরফে জানানো হয়েছে, তাঁদের পাইলটরা যে কোনও পরিস্থিতির মোকাবিলা করতে পারদর্শী। যাত্রীদের কথা মাথায় রেখে যে কোনও প্রতিকূল পরিস্থিতির মোকাবিলা করতে সক্ষম তাঁরা। জানা গিয়েছে, সেই সময় অবতরণ করতে না পারলেও দুপুর ১২টা ৪০ মিনিটে সফলভাবে বিমানটি চেন্নাই বিমানবন্দরে অবতরণ করেছে।
উল্লেখ্য, শনিবার সন্ধ্যায় পুদুচেরি এবং তামিলনাড়ুর উপকূলে আছড়ে পড়েছিল ঘূর্ণিঝড় 'ফেনজল'। তবে তার আগেই হাওয়ার তাণ্ডব শুরু হয় উপকূলবর্তী জেলাগুলিতে। এই ঘটনার জেরে শনিবার দুপুর থেকেই বন্ধ করে দেওয়া হয় চেন্নাই বিমানবন্দর। দুর্যোগ কাটার পর রবিবার ভোর ৪টে থেকে শুরু হয় বিমান পরিষেবা। এদিকে ঘূর্ণিঝড়ের জেরে আগামী মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে।