shono
Advertisement
EC

ইসিআইনেট অ্যাপে হয়রানি! সমস্যা মেটাতে ভোটারদের পরামর্শ চায় কমিশন

পরামর্শ জানাতে হবে আগামী ১০ জানুয়ারির মধ্যে।
Published By: Kousik SinhaPosted: 05:56 PM Jan 03, 2026Updated: 05:56 PM Jan 03, 2026

বুদ্ধদেব সেনগুপ্ত: ইসিআইনেট অ্যাপ নিয়ে ভোটারদের মধ্যে রয়েছে একাধিক অভিযোগ! বিশেষ করে বাংলায় এসআইআর সংক্রান্ত খসড়া ভোটার তালিকা প্রকাশের পর অনেকেই নাম আছে কিনা তা জানতে ইসিআইনেট অ্যাপে খোঁজ চালান। কিন্তু তা পাওয়া যায়নি বলে অভিযোগ সামনে এসেছে। এই অবস্থায় ইসিআইনেট অ্যাপকে আরও কীভাবে উন্নত করা সম্ভব, তা জানতে ভোটারদের পরামর্শ চাইল নির্বাচন কমিশন। এই অ্যাপের মাধ্যমেই সেই পরামর্শ জানানো যাবে বলে কমিশনের তরফে জানানো হয়েছে। তবে তা জানাতে হবে আগামী ১০ জানুয়ারির মধ্যে।

Advertisement

গত ২০২৫ সালের বিহার বিধানসভা নির্বাচনের সময় ইসিআই নেট অ্যাপ সফলভাবে ব্যবহার করে নির্বাচন কমিশন। এমনকী বেশ কয়েকটি উপনির্বাচনের ক্ষেত্রেও এই অ্যাপ গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। সামনেই বাংলা-সহ কয়েকটি রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে। তার আগেই ইসিআইনেট অ্যাপে বেশ কিছুক্ষেত্রে বড় বদল আনতে চায় কমিশন। এক্ষেত্রে সাধারণ মানুষের পরামর্শ খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। সেজন্যেই মানুষের পরামর্শ চেয়ে বিজ্ঞপ্তি দিয়েছে নির্বাচন কমিশন। অ্যাপের মাধ্যমেই সেই পরামর্শ দেওয়া যাবে। কমিশনের দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, অ্যাপে গিয়ে ‘Submit a Suggestion’ অপশন ক্লিক করতে হবে। খুলে যাবে নতুন একটি ট্যাব। সেখানেই অ্যাপের উন্নতিতে কি কি করা প্রয়োজন, সেই সংক্রান্ত পরামর্শ লেখা যাবে। তবে তা জানাতে হবে আগামী ১০ জানুয়ারির মধ্যে।

তবে গত কয়েকদিন আগেই বাংলায় খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। খসড়া তালিকায় নাম আছে কিনা, তা অনলাইনে এই অ্যাপের মাধ্যমে জানা সম্ভব বলে জানিয়েছিল কমিশন। কিন্তু নাম জানতে হয়রানির অভিযোগ উঠেছিল। অনেক ক্ষেত্রেই তথ্য পাওয়া যায়নি বলে অভিযোগ সামনে এসেছিল। এমনকী পূর্ণাঙ্গ তালিকা-সহ একাধিক আপডেট পাওয়া যায়নি বলেও অভিযোগ সামনে আসে। সামনেই বাংলায় পূর্নাঙ্গ ভোটার তালিকা প্রকাশ হবে। তার আগেই কমিশনের এহেন পদক্ষেপ খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ইসিআইনেট অ্যাপকে আরও কীভাবে উন্নত করা সম্ভব, তা জানতে ভোটারদের পরামর্শ চাইল নির্বাচন কমিশন।
  • এই অ্যাপের মাধ্যমেই সেই পরামর্শ জানানো যাবে বলে কমিশনের তরফে জানানো হয়েছে।
  • তবে তা জানাতে হবে আগামী ১০ জানুয়ারির মধ্যে।
Advertisement