shono
Advertisement
Arvind Kejriwal

দিল্লিতে ভোটের আগে বিপাকে আপ, কেজরি-সিসোদিয়ার বিরুদ্ধে ইডিকে আইনি প্রক্রিয়ার অনুমতি কেন্দ্রের

আবগারি দুর্নীতি মামলায় গত ২১ মার্চ গ্রেপ্তার হয়েছিলেন কেজরি।
Published By: Biswadip DeyPosted: 10:44 AM Jan 15, 2025Updated: 10:44 AM Jan 15, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী মাসেই দিল্লিতে বিধানসভা নির্বাচন। তার আগেই অস্বস্তি আম আদমি পার্টিতে। ইডিকে দলের সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল এবং প্রাক্তন মন্ত্রী মণীশ সিসোদিয়ার বিরুদ্ধে আবগারি দুর্নীতি মামলায় আইনি প্রক্রিয়া চালিয়ে যাওয়ার অনুমতি দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। গত মাসেই এই সংক্রান্ত অনুমতি দিয়েছিলেন দিল্লির উপরাজ্যপাল ভি কে সাক্সেনা।

Advertisement

৬ নভেম্বর সুপ্রিম কোর্ট জানিয়েছিল, কোনও জনপ্রতিনিধির বিরুদ্ধে রাজ্য সরকারের সম্মতি ছাড়া আর্থিক তছরুপ প্রতিরোধ আইনে বিচার প্রক্রিয়া শুরু করা যায় না। উল্লেখ্য, প্রথম থেকেই জনপ্রতিনিধিদের বিরুদ্ধে চার্জশিট দেওয়ার ক্ষেত্রে রাজ্য সরকারের সম্মতির প্রয়োজন হত সিবিআই এবং পুলিশের। যদিও এর থেকে বাদ ছিল তদন্তকারী সংস্থা ইডি। পরবর্তীকালে এই তালিকায় আনা হয় তাদেরও। সেই কারণেই গত ৫ ডিসেম্বরে উপরাজ্যপালের কাছে আবেদন করে ইডি। উপরাজ্যপালের অনুমতির পর দিল্লির বিজেপি প্রধান বীরেন্দ্র সচদেব বলেন, “আমরা আগেই বলেছিলাম যে আবগারি দুর্নীতিতে যুক্ত কেজরি কমিশন নিয়েছেন। তদন্ত যত এগোবে তত ফাঁদে পড়বেন আপ প্রধান। দিল্লিকে ধ্বংস করেছেন উনি। কোটি কোটি টাকা লুট করেছেন। আমরা স্বাগত জানাই এই তদন্তকে।” এবার ইডিকে অনুমতি দিল কেন্দ্র।

উল্লেখ্য, আবগারি দুর্নীতি মামলায় গত ২১ মার্চ গ্রেপ্তার হয়েছিলেন দিল্লির তৎকালীন মুখ্যমন্ত্রী। তাঁকে গ্রেপ্তার করে ইডি। যদিও পরে জেল থেকে ছাড়া পেয়ে যান তিনি। এবার পুরোপুরি এই মামলা থেকেই মুক্তি চান আপ সুপ্রিমো। কিন্তু এখনই সেই স্বস্তি মিলছে না। ইডিকে আইনি প্রক্রিয়া চালানোর অনুমতির পর সেই অস্বস্তি বাড়ল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আগামী মাসেই দিল্লিতে বিধানসভা নির্বাচন। তার আগেই অস্বস্তি আম আদমি পার্টিতে।
  • ইডিকে দলের সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল এবং প্রাক্তন মন্ত্রী মণীশ সিসোদিয়ার বিরুদ্ধে আবগারি দুর্নীতি মামলায় আইনি প্রক্রিয়া চালিয়ে যাওয়ার অনুমতি দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।
  • গত মাসেই এই সংক্রান্ত অনুমতি দিয়েছিলেন দিল্লির উপরাজ্যপাল ভি কে সাক্সেনা।
Advertisement