shono
Advertisement
Natwar Singh

প্রয়াত প্রাক্তন বিদেশমন্ত্রী নটবর সিং, শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর

গান্ধী পরিবারের ঘনিষ্ঠ এই নেতা কূটনীতি থেকে রাজনীতির আঙিনায় পা রাখেন।
Published By: Biswadip DeyPosted: 09:21 AM Aug 11, 2024Updated: 09:21 AM Aug 11, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রয়াত প্রাক্তন বিদেশমন্ত্রী ও কংগ্রেস নেতা নটবর সিং। দীর্ঘ অসুস্থতায় ভোগার পর শনিবার রাতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন বলে তাঁর পরিবার সূত্রে জানানো হয়েছে। বয়স হয়েছিল ৯৩। গত কয়েক সপ্তাহ ধরে গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।

Advertisement

দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান পদ্মবিভূষণে ভূষিত নটবরের (Natwar Singh) প্রয়াণে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। এক্স হ্যান্ডলে তিনি লিখেছেন, 'শ্রীনটবর সিংজির প্রয়াণে দুঃখিত। বিদেশ নীতি ও কূটনীতির দুনিয়াকে তাঁর অবদান সমৃদ্ধ করেছে। লেখনী শক্তির কারণেও তাঁর মেধার পরিচয় দেন তিনি। ওঁর পরিবার ও ঘনিষ্ঠজনদের প্রতি এই শোকের সময়ে আমার সমবেদনা রইল। ওম শান্তি।'

[আরও পড়ুন: আদানির বিতর্কিত সংস্থায় স্টেক সেবি প্রধানের! ফের বিস্ফোরক হিন্ডেনবার্গ

১৯৩১ সালে রাজস্থানের ভরতপুর জেলায় জন্ম। রাজনীতিতে যোগ দেওয়ার আগে ছিলেন কূটনীতিক। ১৯৫৩ সালে মাত্র ২২ বছর বয়সে আইএফএস হন। গান্ধী পরিবারের সঙ্গে ঘনিষ্ঠতার কারণেই পরবর্তী সময়ে নটবরের রাজনৈতিক কেরিয়ারের সূচনা। সোনিয়া গান্ধী (Sonia Gandhi) তাঁকে বলতেন 'আঙ্কল'। প্রথম ইউপিএ সরকারে নটবর সিং বিদেশমন্ত্রীর দায়িত্ব পান। তার আগে ১৯৮৪ সালে ভরতপুর থেকে লোকসভা ভোটে জয়লাভ করে তিনি সাংসদ হয়েছিলেন। ১৯৮৫-৮৬ সালে রাজীব গান্ধীর সরকারে ইস্পাত, খনি, কয়লা, কৃষি মন্ত্রকের প্রতিমন্ত্রী ছিলেন। পরবর্তী সময়ে ১৯৮৬-৮৯ সালে বিদেশ প্রতিমন্ত্রীর দায়িত্ব পান নটবর। দুর্নীতির অভিযোগ ওঠার পর গান্ধী পরিবারের সঙ্গে নটবরের সম্পর্কের অবনতি হয়। ইরাকের সঙ্গে তেলের বিনিময়ে খাদ্য কাণ্ডে তাঁর বিরুদ্ধে বিপুল আর্থিক তছরুপের অভিযোগ উঠলে মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়া হয় নটবরকে। শোনা যায়, নটবর ইস্তফা জমা দিতে গেলে 'আঙ্কলে'র সঙ্গে কোনও কথা বলেননি সোনিয়া।

দীর্ঘ সময় ধরেই অসুস্থ ছিলেন। গত কয়েক সপ্তাহ ধরেই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন নবতিপর রাজনীতিক। অবশেষে শনিবার রাতে প্রয়াত হলেন নটবর সিং। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা।

[আরও পড়ুন: ফের ভারতকে ‘কাছের বন্ধু’ সম্বোধন মুইজ্জুর, গলছে দুই দেশের সম্পর্কের বরফ?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • প্রয়াত প্রাক্তন বিদেশমন্ত্রী ও কংগ্রেস নেতা নটবর সিং।
  • দীর্ঘ অসুস্থতায় ভোগার পর শনিবার রাতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন বলে তাঁর পরিবার সূত্রে জানানো হয়েছে। বয়স হয়েছিল ৯৩।
  • গত কয়েক সপ্তাহ ধরে গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।
Advertisement