shono
Advertisement

উত্তরপ্রদেশ বিধানসভায় মিলল বিস্ফোরক, জরুরি বৈঠক ডাকলেন যোগী

লখনউ পৌঁছেছে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী। The post উত্তরপ্রদেশ বিধানসভায় মিলল বিস্ফোরক, জরুরি বৈঠক ডাকলেন যোগী appeared first on Sangbad Pratidin.
Posted: 11:51 AM Jul 14, 2017Updated: 07:48 AM Jul 14, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তরপ্রদেশ বিধানসভায় বিধায়কদের বসার জায়গার নিচে মিলল বিস্ফোরক। লউনউয়ে বিধানসভা কক্ষ থেকে বুধবার রাতে প্রায় ৬০ গ্রাম সন্দেহজনক পাউডার উদ্ধার হয়। পরে জানা যায়, সেটি আসলে প্লাস্টিক এক্সপ্লোসিভ। মূলত পিটিইএন জাতীয় বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। এই ঘটনার পর নিরাপত্তা নিয়ে সর্বোচ্চ পর্যায়ের বৈঠকের ডাক দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। এই ঘটনায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা NIA-র হস্তক্ষেপ দাবি করেছেন যোগী আদিত্যনাথ।

Advertisement

এই প্রসঙ্গে এদিন আদিত্যনাথ বলেন, “নাশকতার আশঙ্কা উড়িয়ে দেওয়া হচ্ছে না। আরও কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হবে বিধানসভাকে।” সূত্রের খবর, বিধায়কদের মোবাইল নিয়ে বিধানসভায় প্রবেশের উপর লাগু হতে পারে নিষেধাজ্ঞা। যে বা যারা এই কাণ্ড ঘটিয়েছে, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।

সংবাদ সংস্থা সূত্রে খবর, রাতে বিস্ফোরক উদ্ধারের পর শুক্রবার সকালই লখনউ পৌঁছেছে অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী। বিধানসভা কক্ষ ও ভবনের আশেপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এদিন সকাল সাড়ে ১০টা নাগাদ যোগী আদিত্যনাথ একটি উচ্চ পর্যায়ের বৈঠকের ডাক দেন। কী করে বিধানসভা চত্বরের নিরাপত্তা বাড়ানো যাবে, তা নিয়ে এদিনের বৈঠকে আলোচনা হয়েছে। শেষ পাওয়া খবরে জানা গিয়েছে, উদ্ধার হওয়া বিস্ফোরক ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

The post উত্তরপ্রদেশ বিধানসভায় মিলল বিস্ফোরক, জরুরি বৈঠক ডাকলেন যোগী appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার