shono
Advertisement
Uttar Pradesh

ভিডিও কলে চুটিয়ে রোম্যান্স, হবু পুত্রবধুকে বিয়ে করে পালালেন শ্বশুর!

১৫ বছরের নাবালক ছেলের সঙ্গে ওই মহিলার বিয়ে ঠিক করেছিলেন অভিযুক্ত ব্য়ক্তি।
Published By: Suchinta Pal ChowdhuryPosted: 06:33 PM Jun 20, 2025Updated: 07:05 PM Jun 20, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৫ বছরের নাবালক ছেলের সঙ্গে এক মহিলার বিয়ে ঠিক করেছিলেন। কিন্তু দেখা করতে গিয়ে হবু পুত্রবধুকেই মন দিয়ে বসলেন পাত্রের বাবা! সেই থেকে দু'জনের মধ্য়ে প্রেম। সারাদিন ধরে ভিডিও কলে চলত চুটিয়ে রোম্য়ান্স। শেষে হবু পুত্রবধুকেই বিয়ে করলেন হবু শ্বশুর। শুধু তাই নয়, লক্ষাধিক টাকা আর গয়না নিয়ে নতুন বউয়ের সঙ্গে পালিয়ে গিয়েছেন ওই ব্য়ক্তি। এমনই অভিযোগ তাঁর স্ত্রী-পুত্রের।  

Advertisement

জানা গিয়েছে, এই ঘটনা উত্তরপ্রদেশের রামপুর জেলার। অভিযুক্ত ব্য়ক্তির নাম শাকিল। স্ত্রী শাবানার সঙ্গে তাঁর ৬টি সন্তান রয়েছে। যাদের মধ্য়ে ১৫ বছরের ছোটো ছেলের সঙ্গে ওই মহিলার বিয়ে ঠিক করেছিলেন শাকিল। কিন্তু পাত্রীকে দেখতে গিয়ে তাঁর প্রেমেই পড়ে যান। পাত্রীও মন দিয়ে বসেন হবু শ্বশুরকে। দু'জনের এই সম্পর্কের কথা জানতে পেরে বিয়ে করতে অস্বীকার করে ওই নাবালক। বিয়েতে আপত্তি জানান শাবানাও। যা নিয়ে দু'জনকেই মারধর করেন শাকিল।

শাবানার অভিযোগ, পাত্রীকে দেখে আসার পর থেকেই হাবভাব বদলে যায় শাকিলের। সারাদিন হবু পুত্রবধুর ভিডিও কলে কথা বলতেন। প্রথমে কেউ তাঁর কথা বিশ্বাস করেনি। তাই ছেলের সঙ্গে মিলে প্রমাণ জোগার করেন। কিন্তু কোনও লাভ হয়নি। শাকিলের বাবা-মাও ছেলের এই সম্পর্কের বিষয়টি জানতেন। এমনকী তাঁরা দু’জনকে বিয়ে করতে সাহায্যও করেছেন। ওই নাবালক জানিয়েছে, শাকিল দু’লক্ষ টাকা আর ১৭ গ্রাম সোনা নিয়ে পালিয়ে যান বাড়ি থেকে। মহিলাকে বিয়ে করেন। গত এপ্রিল মাসে এমনই এক ঘটনা উত্তরপ্রদেশের আলিগড়ে ঘটে। অনিতা নামে এক মহিলা তাঁর হবু জামাইয়ের সঙ্গে পালিয়ে যান। মেয়ের বিয়ের জন্য় রাখা সাড়ে তিন লক্ষ টাকাএবং পাঁচ লক্ষের গয়নাও নিয়েও চলে যান। সেই ঘটনাতে ব্য়াপক চাঞ্চল্য় ছড়িয়েছিল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • জানা গিয়েছে, এই ঘটনা উত্তরপ্রদেশের রামপুর জেলার। অভিযুক্ত ব্য়ক্তির নাম শাকিল।
  • স্ত্রী শাবানার সঙ্গে তাঁর ৬টি সন্তান রয়েছে।
  • যাদের মধ্য়ে ১৫ বছরের ছোটো ছেলের সঙ্গে ওই মহিলার বিয়ে ঠিক করেছিলেন শাকিল।
Advertisement