shono
Advertisement

সোপিয়ানে ভয়াবহ গুলির লড়াই, সেনার হাতে নিকেশ ২ জঙ্গি

বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। The post সোপিয়ানে ভয়াবহ গুলির লড়াই, সেনার হাতে নিকেশ ২ জঙ্গি appeared first on Sangbad Pratidin.
Posted: 09:09 AM Jul 10, 2018Updated: 11:13 AM Jul 10, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের সংঘর্ষে উত্তপ্ত জম্মু-কাশ্মীর। মঙ্গলবার সকাল থেকেই সোপিয়ান জেলায় শুরু হয়েছে সেনা-জঙ্গি সংঘর্ষ। জঙ্গি ডেরায় পাঁচ থেকে ছয় জন সন্ত্রাসবাদী লুকিয়ে থাকার আশঙ্কা করা হচ্ছে। সমস্ত এলাকা ঘিরে ফেলা হয়েছে। ইতিমধ্যে সংঘর্ষে নিকেশ হয়েছে দুই জঙ্গি। আহত হয়েছে ৬ সেনা জওয়ান।

Advertisement

সেনা সূত্রে খবর, সোপিয়ানের কুন্দালান এলাকায় জঙ্গিদের লুকিয়ে থাকার খবর দেন গোয়েন্দারা। তারপরই দ্রুত ছকে ফেলা হয় অপারেশনের ছক। ইতিমধ্যে এলাকায় ঢোকা ও বেরনোর সমস্ত পথ বন্ধ করে দেওয়া হয়েছে। পাথর নিক্ষেপকারীদের আটকাতে বসানো হয়েছে নাকা চেকিং। ইন্টারনেট পরিষেবাও আপাতত বন্ধ রাখা হয়েছে। এদিকে জওয়ানদের উপস্থিতি বুঝতে পেরে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পালটা হামলা চালায় সেনা। বারবার আত্মসমর্পণ করতে বলা হলে কোনও জবাব মিলছে না। শেষ পাওয়া তথ্য অনুযায়ী এখনও জারি লড়াই। নিরাপত্তার খাতিরে আশপাশের এলাকা খালি করে দেওয়া হয়েছে। বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। জঙ্গিরা হিজবুলের সদস্য হতে পারে বলে সন্দেহ করা হচ্ছে।

উল্লেখ্য, হিজবুল কমান্ডার বুরহান ওয়ানির মৃত্যুর বর্ষপূর্তিতে উপত্যকায় বেড়েছে হামলার ঘটনা। গত রবিবার, বান্দিপোরা জেলার হাজীন এলাকা এক পিডিপি নেতার স্ত্রীকে গলা কেটে হত্যা করে জঙ্গিরা। তবে সেনার লাগাতার অভিযানে কোণঠাসা জঙ্গিরা। পিডিপি-বিজেপি জোট ভাঙার পর উপত্যকায় ‘দোভাল ডকট্রাইন’ প্রয়োগ করার বাধা রইল না। তবে পরিসংখ্যান বলছে বিগত দু’বছরে উপত্যকায় জঙ্গিদের হামলা বেড়েছে। তাই রাজনৈতিক সমাধান কাশ্মীরে শান্তি ফিরিয়ে আনতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

[জানেন, কেন কাশ্মীরে লস্করের কমান্ডার হতে চাইছে না কেউ?  ]

The post সোপিয়ানে ভয়াবহ গুলির লড়াই, সেনার হাতে নিকেশ ২ জঙ্গি appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement