shono
Advertisement
Delhi CM’s Oath-Taking

রেখা গুপ্তর শপথে দিল্লিতে মেগা শো বিজেপির, মোদি-শাহ-সহ আমন্ত্রিত ৩০ হাজার! কড়া নিরাপত্তার বন্দোবস্ত

আজ রাজধানীর চতুর্থ মহিলা মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন রেখা গুপ্ত।
Published By: Subhajit MandalPosted: 08:57 AM Feb 20, 2025Updated: 08:57 AM Feb 20, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৃহস্পতিবার রামলীলা ময়দানে দিল্লির মুখ্যমন্ত্রীর কুরসিতে বসতে চলেছেন বিজেপি নেত্রী রেখা গুপ্ত। বুধবার রাতে মুখ্যমন্ত্রী পদে তাঁর নাম ঘোষণা করে বিজেপি। শপথের তোড়জোড় অবশ্য তার আগেই শুরু হয়েছিল। মুখ্যমন্ত্রী পদে কারও নাম ছাড়াই আমন্ত্রণপত্র বিলি শুরু হয়। সব মিলিয়ে প্রায় ৩০ হাজার অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে সাধারণ সাফাইকর্মী, আমন্ত্রিতদের তালিকায় সমাজের সব স্তরের, সব শ্রেণির মানুষ রয়েছেন। এর বাইরে আরও হাজার কুড়ি সাধারণ কর্মী সমর্থক শপথ অনুষ্ঠানে যোগ দেবেন।

Advertisement

আসলে ২৭ বছর পরে দিল্লিতে বিজেপি ক্ষমতা দখল করেছে। এই বিজয়োৎসব উদযাপন করতে দিল্লির শপথগ্রহণ অনুষ্ঠানকে মেগা-শো হিসাবে তুলে ধরতে চাইছে বিজেপি। প্রধানমন্ত্রী তো বটেই সঙ্গে দেশের সমস্ত বিজেপি শাসিত রাজ্যর মুখ্যমন্ত্রী থেকে শুরু করে কেন্দ্রীয় মন্ত্রী, দলের সর্বভারতীয় পদাধিকারী সকলেই সেখানে হাজির থাকবেন। একাধিক প্রথম সারির শিল্পপতি, সেলিব্রিটি, ফিল্মস্টারকেও শপথে আমন্ত্রণ জানানো হয়েছে। গিগ কর্মী, ট্যাক্সি ও অটোরিকশা চালক, কৃষক এবং বস্তির প্রধানদের পাশাপাশি মহিলাদের বিশেষ করে আমন্ত্রণ জানানো হয়েছে, যারা বিজেপির কল্যাণমূলক প্রকল্পের সুবিধাভোগী।

আজ সকালে ১১টা থেকে ১২টার মধ্যে অতিথিরা রামলীলা ময়দানে হাজির হবেন। দুপুর ১২টা ১০ মিনিটের মধ্যে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী এবং মন্ত্রিপরিষদে শপথ নেওয়া বিধায়করা আসবেন। তাঁদের স্বাগত জানাবেন মুখ্যসচিব ও অতিরিক্ত মুখ্যসচিব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আসার কথা সাড়ে বারোটা নাগাদ। তার আগেই অবশ্য চলে আসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, দলের সভাপতি জেপি নাড্ডা প্রমুখ। মোদি আসার পরে সাড়ে ১২টার সময় পুলিশ ব্যান্ডে বেজে উঠবে জাতীয় সঙ্গীত। ১২টা ৩৫ মিনিটে দিল্লির উপরাজ্যপাল ভিকে সাক্সেনা মুখ্যমন্ত্রীকে শপথবাক্য পাঠ করাবেন এবং নতুন নিয়োগে স্বাক্ষর পর্ব হবে দুপুর ১টা সময়। প্রধানমন্ত্রী রামলীলা ময়দানে রাজধানী শহরের ঝুপড়িবাসীদের প্রধানদের সঙ্গে সাক্ষাৎ করবেন। দিল্লির ২৫০টি বস্তির প্রধানরাই মোদিকে স্বাগত জানাতে উপস্থিত থাকবেন।

দিল্লির মুখ্যমন্ত্রীর শপথ অনুষ্ঠানের জন্য গোটা রাজধানীকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। রামলীলা ময়দানে প্রত্যাশিতভাবেই ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় তৈরি হয়েছে। সব মিলিয়ে ২৫ হাজার পুলিশকর্মী এবং ১৫ কোম্পানি আধাসেনা শপথে নিরাপত্তার দায়িত্বে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বৃহস্পতিবার রামলীলা ময়দানে দিল্লির মুখ্যমন্ত্রীর কুরসিতে বসতে চলেছেন বিজেপি নেত্রী রেখা গুপ্ত।
  • সব মিলিয়ে প্রায় ৩০ হাজার অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে।
  • প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে সাধারণ সাফাইকর্মী, আমন্ত্রিতদের তালিকায় সমাজের সব স্তরের, সব শ্রেণির মানুষ রয়েছেন।
Advertisement