সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লির আদর্শনগর এলাকায় মেট্রো রেলের স্টাফ কোয়াটারে ভয়াবহ অগ্নিকাণ্ড। মর্মান্তিক এই ঘটনায় পুড়ে মৃত্যু হয়েছে একই পরিবারের ৩ সদস্যের। সোমবার গভীর রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতরা হলেন ৪২ বছরের অজয় বিমল, তাঁর স্ত্রী নীলম ও ১০ বছরের কন্যা জাহ্নবী।
দমকল কর্মীদের তরফে জানা গিয়েছে, সোমবার রাত ২টো ৪০ নাগাদ ওই আবাসনের পাঁচতলার একটি ফ্ল্যাটে আগুন লাগার খবর আসে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসেন দমকল কর্মীরা। দীর্ঘ চেষ্টার পর মঙ্গলবার সকাল ৬টা ৪০ নাগাদ নিয়ন্ত্রণে আসে আগুন। আগুন নেভানোর পর ঘরের ভিতর তল্লাশি চালিয়ে ৩ জনের মৃতদেহ উদ্ধার হয়। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আগুন নেভাতে গিয়ে একজন দমকলকর্মীও আহত হয়েছেন।
প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, রুম হিটার বা ওই সংক্রান্ত কিছু থেকেই ঘরের ভিতর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘরের আসবাবপত্রে আগুন লেগে তা আরও ব্যাপক আকার ধারন করে। কী কারণে এই দুর্ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি আহত দমকলকর্মীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থা স্থিতিশীল বলেই জানিয়েছেন চিকিৎসকরা।
