সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বুধবার সকাল সাড়ে চারটে নাগাদ গুলি চলল পাঞ্জাবের (Punjab) ভাটিন্ডা (Bathinda) সেনা ঘাঁটিতে। গুলিবিদ্ধ হয়ে অন্তত চারজনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। ভাটিন্ডার এসএসপি গুলনীত খুরানা জানিয়েছেন। প্রাথমিক তথ্যের ভিত্তিতে মনে করা হচ্ছে, কোনও সেনা জওয়ানই গুলি চালিয়েছেন। এলাকা ঘিরে ফেলা হয়েছে।
এক সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, স্টেশন কুইক রিঅ্যাকশন টিম দ্রুত সক্রিয় হয়ে উঠেছে। এলাকা ঘিরে ফেলে চালানো হচ্ছে তল্লাশি। শেষ পাওয়া খবর থেকে জানা যাচ্ছে, এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। ভোর ৪টে ৩৫ মিনিট নাগাদ ওই হামলা চালানো হয় বলে সেনার তরফে জানানো হয়েছে।
[আরও পড়ুন: বিশ্বের সবচেয়ে বিপজ্জনক পজিশনে সঙ্গমই কাল! যুবকের যৌনাঙ্গ ‘ভেঙে’ রক্তারক্তি কাণ্ড]
প্রসঙ্গত, এর আগেও এমন ঘটনার সাক্ষী হয়েছে পাঞ্জাব। এক সেনা জওয়ান (Army Jawan) হঠাৎই নিজের বন্দুক থেকে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে দেন। মোট তিনজনের গুলি লাগে। সকলের নজর এড়িয়ে পালিয়ে গেলেও পরবর্তী সময়ে পাঞ্জাব পুলিশর হাতে গ্রেপ্তার হন ওই জওয়ান। সেই ঘটনার স্মৃতিই ফিরল ভাটিন্ডায়। প্রাথমিক তদন্ত সেদিকেই ইঙ্গিত দিচ্ছে।