সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দক্ষিণের দরজা আরও বড় হচ্ছে বিজেপি-র জন্য। এবার কংগ্রেস ছেড়ে বিজেপিতে আট নির্বাচিত সদস্য। পঞ্চায়েত দখল করল গেরুয়া শিবির।
জানা গিয়েছে, কেরালার ত্রিশুর জেলার মাত্তাথুর পঞ্চায়েতে ঘটে গেছে এক বড় রাজনৈতিক পরিবর্তন। কংগ্রেসের প্রতীকে নির্বাচিত আটজন নেতাই দল থেকে পদত্যাগ করেছেন। সরাসরি বিজেপিতে যোগ দিয়ে গেরুয়া শিবিরের হাতে তুলে দিয়েছেন একটি পঞ্চায়েতের নিয়ন্ত্রণ।
বিজেপির সমর্থনে, কংগ্রেসের বিদ্রোহী টেসি জোসে কাল্লারাইক্কাল নতুন পঞ্চায়েত সভাপতি হয়েছেন। তিনি নবগঠিত ফ্রন্টের নেতৃত্ব দিচ্ছেন। এইউ দলবদল, মাত্তাথুরে বামপন্থীদের ২৩ বছরের শাসনের অবসান ঘটিয়েছে। ২৪ সদস্যের পঞ্চায়েতে বাম গণতান্ত্রিক ফ্রন্ট ১০ আসন যেতে। সংযুক্ত গণতান্ত্রিক ফ্রন্ট যেতে ৮ আসন। এনডিএ-র দখলে যায় ৪ আসন। ২ জন যেতে নির্দল হিসেবে। উভয় পক্ষই কাছাকাছি থাকায়, সভাপতি নির্বাচনের জন্য লটারির কথাও বিবেচনা করা হচ্ছিল।
এরই মাঝে, কংগ্রেস থেকে বিদ্রোহী হিসেবে বেরিয়ে নির্দল হিসেবে জেতা কেআর ওউসেফকে সমর্থন করার সিদ্ধান্ত নেয় ইউডিএফ। কিন্তু পঞ্চায়েত সভাপতি নির্বাচনের ঠিক আগে, এলডিএফ-এর সঙ্গে হাত মেলান ওউসেফ। এই ঘটনায় ক্ষুব্ধ কংগ্রেস নেতারা একযোগে দলত্যাগ করেন। তাঁদের দাবি, স্থানীয় নেতাদের কথা না শুনে পদক্ষেপ করছেন কংগ্রেস নেতারা।
এই পরিস্থিতিতে রাজনৈতিকভাবে চাপে পড়েছে কংগ্রেস এবং বাম দুই দলই। বিজেপির সাহায্য নিয়ে বিদ্রোহী কংগ্রেস নেতারা ক্ষমতা দখল করায় নতুন রাজনৈতিক সমিকরণ তৈরি হয়েছে যা আগামিদিনে দুই দলকেই চাপে ফেলবে বলে মনে করা হচ্ছে।
এই ঘটনায় এখনও কোনও পদক্ষপে করেনি কংগ্রেস। অন্যদিকে বিজেপি-ও এই বিষয়ে মুখ খোলেনি।
