সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজস্থানে উদয়পুর শহরে তথ্যপ্রযুক্তি সংস্থার ম্যানেজার তরুণীকে গাড়িতে তুলে 'গণধর্ষণে'র ঘটনায় তথ্যপ্রমাণ হাতে এসেছে পুলিশের কাছে। তরুণীর যৌনাঙ্গে আঘাতের চিহ্ন মিলেছে মেডিক্যাল রিপোর্টে। পাশাপাশি নির্যাতিতা পুলিশকে জানিয়েছেন, জ্ঞান ফেরার পর অন্তর্বাস খুঁজে পাননি তিনি। এই ঘটনায় অভিযুক্ত সংস্থার সিইও জিতেশ প্রকাশ সিসোদিয়া, এক মহিলা আধিকারিক শিল্পা সিরোহি এবং তাঁর স্বামী গৌরব সিরোহী বর্তমানে জেলবন্দি।
ঘটনাটি ২০ ডিসেম্বর রাতের। জন্মদিনের পার্টি শেষে রাত দেড়টা নাগাদ সহকর্মীরা একসঙ্গে ফিরছিলেন। সকলেই মদ্যপ অবস্থায় ছিলেন। তরুণীকে নিজেদের গাড়িতে ওঠার আমন্ত্রণ জানান সংস্থার মহিলা এগ্জিকিউটিভ ডিরেক্টর, তাঁর স্বামী এবং সংস্থার সিইও। তরুণী অভিযোগ করেছেন, মাঝপথে সিগারেট জাতীয় কিছু খাওয়ানো হয়েছিল তাঁকে। এর পরেই তিনি জ্ঞান হারান। অচৈতন্য অবস্থায় তাঁকে ধর্ষণ করা হয়। পরদিন সকালে বুঝতে পেরে পুলিশে অভিযোগ দায়ের করেন তিনি।
তরুণীর অভিযোগের ভিত্তিতে তিন অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। নির্যাতিতার বয়ান এবং অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের পর পুলিশ জানতে পেরেছে, ঘটনার সময় গাড়ি চালাচ্ছিলেন মহিলা আধিকারিকের স্বামী। বাকি তিন জনই বসেছিলেন পিছনের আসনে। তখনই নেশার দ্রব্যে অচৈতন্য তরুণীকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। পুলিশকে নির্যাতিতা আরও জানান, হুঁশ ফেরার পর তাঁর পরনের বেশ কিছু গয়না, মোজা এবং অন্তর্বাসও খুঁজে পাননি তিনি।
