সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পায়রাদের প্রকাশ্যে দানা খাওয়ানোর অপরাধে দোষী সাব্যস্ত হলেন এক ব্যবসায়ী। একইসঙ্গে তাঁকে ৫ হাজার টাকা জরিমানারও নির্দেশ দিয়েছে আদালত। সম্প্রতি ঘটনাটি ঘটেছে মুম্বইতে।
পুলিশ সূত্রে খবর, ব্যবসায়ীর নাম নীতিন শেঠ (৫২)। তিনি দাদারের বাসিন্দা। গত ১ আগস্ট সকালে তিনি মহিম এলাকার বন্ধ হয়ে যাওয়া একটি ‘কবুতরখানা’-তে পায়রাদের খাওয়াচ্ছিলেন। বিষয়টি প্রকাশ্যে আসার পরই পুলিশ তাঁর বিরুদ্ধে মামলা রুজু করে। এরপর গত ২২ ডিসেম্বর ওই মামলায় বান্দ্রার অতিরিক্ত মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট ভিইউ মিসাল নিতিনকে দোষী সাব্যস্ত করেন। আদালত জানিয়েছে, নিতিন যে কাজ করেছেন, তা মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। তিনি সরকারি আদেশ লঙ্ঘন করেছেন।
পায়রাদের খাওয়ানো জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। এই কারণ দেখিয়ে মাস খানেক আগে মুম্বইয়ের বহু এলাকায় পায়রাদের খাওয়ানো নিষিদ্ধ ঘোষণা করে বৃহন্মুম্বই পুর কর্পোরেশন (বিএমসি)। শুধু তাই নয়, গত ৩০ জুলাই বম্বে হাই একটি নির্দেশে কোর্ট জানায়, প্রকাশ্যে এবং গুরুত্বপূর্ণ স্থানে পায়রাদের খাওয়ালে, সেই ব্যক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে। এফআইআরের পাশাপাশি জরিমানা এমনকী জেল পর্যন্ত হতে পারে। ভারতীয় ন্যায় সংহিতার ধারা ২৭১ এবং ধারা ২২৩ (বি)-এর অধীনে নীতিনকে দোষী সাব্যস্ত করা হয়েছে বলে খবর।
