shono
Advertisement
Nitish Kumar

'বাবাকে জেতান', প্রকাশ্যে ভোট চাইলেন নীতীশের ছেলে, এবার সক্রিয় রাজনীতিতে?

বরাবর পরিবারতন্ত্রের বিরোধিতা করেছেন নীতীশ কুমার।
Published By: Kishore GhoshPosted: 03:43 PM Jan 18, 2025Updated: 03:48 PM Jan 18, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রজন্ম বদলের হাওয়া ভোটমুখী বিহারে! চলতি বছরেই সে রাজ্যে বিধানসভা ভোট। তার আগে প্রথমবার রাজনৈতিক আঙিনায় দেখা গেল মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের ছেলে নিশান্তকে। এই প্রথম বাবার এবং দলের জন্য ভোটপ্রার্থনা করলেন তিনি। বিশেষজ্ঞরা বলছেন, এই ঘটনা তাৎপর্যপূর্ণ। প্রকাশ্যে কী বলেছেন নিশান্ত?

Advertisement

বখতিয়ারপুরে রয়েছে নীতীশের পৈতৃক বাড়ি। গত রবিবার সেখানে গিয়েছিলেন বিহারের মুখ্যমন্ত্রী। সফরসঙ্গী হন ছেলে নিশান্ত। সেখানে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিহার এবং দেশবাসীকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে নিশান্ত বলেন, "রাজ্যবাসীর কাছে আবেদন জানাচ্ছি, এই বছরে বিহারে বিধানসভা নির্বাচন। বাবা যাতে আবার ক্ষমতায় আসতে পারেন, তাঁর জন্য আপনাদের সাহায্য এবং আশীর্বাদ প্রার্থনা করছি।" এখানেই না থেমে বিহারের জনতার প্রতি নিশান্তের বার্তা, "বাবাকে জেতান, তাঁর দলকে জিতিয়ে আবার বিহারে ক্ষমতায় আনুন। বাবার নেতৃত্বেই রাজ্যের উন্নয়ন হবে। " বখতিয়ারপুরে নিশান্তের এই বক্তব্যের পর প্রশ্ন উঠছে. তাহলে কি প্রবীণ জেডিইউ নেতার ছেলে এতদিনে সক্রিয় রাজনীতিতে পা দিচ্ছেন?

এমনিতে বিহারের রাজনীতিতে লালু-নীতীশ পরবর্তী প্রজন্ম ইতিমধ্যে সক্রিয় হয়েছে। আরজেডি প্রধান বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুর ছেলে তেজস্বী যাদবই বর্তমান দলপতি। যদিও নীতীশের ছেলেকে কখনও রাজনীতির আঙিনায় তেমনভাবে দেখা যায়নি। ভোটমুখী বিহারে যেভাবে বাবার ব্যাটন ধরলেন নিশান্ত, তাতে করে বিশেষজ্ঞদের ধারণা যে এতদিনে সক্রিয় রাজনীতিতে আসতে চলেছেন নীশীত কুমারের ৪৯ বছরের অবিবাহিত ছেলে। উল্লেখ্য, ৭৩ বছরের বিহারের মুখ্যমন্ত্রী বারবার পরিবারতন্ত্র নিয়ে লালু-সহ বিরোধীদের তোপ দেগেছেন। এবার কি তিনি নিজেই সেই পথে হাঁটবেন?

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বখতিয়ারপুরে রয়েছে নীতীশের পৈতৃক বাড়ি।
  • বিহারের রাজনীতিতে লালু-নীতীশের পরবর্তী প্রজন্ম ইতিমধ্যে সক্রিয়।
Advertisement