সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইরানে হামলা চালিয়েছে ইজরায়েল। তার জেরে কার্যত বিপর্যস্ত গোটা বিশ্বের বিমান পরিষেবা। ইতিমধ্যেই একাধিক বিমান ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে এয়ার ইন্ডিয়া। ঘুরিয়ে দেওয়া হচ্ছে একাধিক বিমানের রুটও। সবমিলিয়ে চূড়ান্ত ভোগান্তির মুখে যাত্রীরা।
শুক্রবার সকালে অপারেশন রাইজিং লায়ন শুরু করে তেল আভিভ। ইরানের সামরিক ঘাঁটি এবং পারমাণবিক অস্ত্রভাণ্ডার লক্ষ্য করে আকাশপথে হামলা চালানো হয়। ইরানের জাতীয় মিডিয়া জানিয়েছে, ইজরায়েলি হামলায় মৃত্যু হয়েছে তাদের রেভোলিউশনারি গার্ডসের কমান্ডার হোসেন সালামির। এছাড়াও দুই পারমাণবিক বিজ্ঞানী ফেরেদুন আব্বাসি-দাভানি এবং মহম্মদ মেহদি তেহরানচির মৃত্যু হয়েছে এই হামলায়। তেহরানের বেশ কয়েকটি জনবসতি এলাকায় ইজরায়েল হামলা চালিয়েছে বলে ইরানের দাবি।
ইজরায়েলে ইতিমধ্যেই জরুরি অবস্থা জারি হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে তেল আভিভ বিমানবন্দর। অনির্দিষ্টকালের জন্য পুরোপুরি বন্ধ ইরানের আকাশপথ। তাদের প্রতিবেশী ইরাকের আকাশসীমাও আপাতত বন্ধ। তার জেরেই সমস্যায় পড়েছে ভারত থেকে রওনা দেওয়া আন্তর্জাতিক বিমানগুলি। মূলত ইংল্যান্ড, আমেরিকা এবং কানাডাগামী বিমানগুলিতেই সমস্যা দেখা দিচ্ছে কারণ মধ্যপ্রাচ্যের বিরাট আকাশপথের অনেকটাই বন্ধ করে দেওয়া হয়েছে।
ইতিমধ্যেই এয়ার ইন্ডিয়ার তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ১৬টি বিমানের যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে। তার মধ্যে ৫টি বিমান টেকঅফ করে গেলেও তাদের ফিরিয়ে আনা হচ্ছে দিল্লি বা মুম্বই বিমানবন্দরে। বাকি বিমানগুলি শারজা, জেড্ডা, ভিয়েনা, ফ্র্যাঙ্কফুর্টের মতো শহরে নামিয়ে দেওয়া হবে। দিল্লি বিমানবন্দরের তরফেও জানানো হয়েছে, ইরান-ইজরায়েল যুদ্ধের আবহে ব্যাহত হচ্ছে উড়ান চলাচল। অন্যদিকে, ইরানে বসবাসকারী ভারতীয়দের জন্য বিশেষ নির্দেশিকা জারি করেছে তেহরানের ভারতীয় দূতাবাস।
