সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজস্থানের প্রাক্তন মন্ত্রী এবং কংগ্রেস নেতা মহেশ যোশী এনফোর্সমেন্ট ডিরেক্টরের (ইডি) হেফাজতে থাকার সময় তাঁর স্ত্রী বিয়োগ হল। সোমবার ভোরে জয়পুরের একটি হাসপাতালে শেষ নিশ্বাস নেন কংগ্রেস নেতার স্ত্রী কৌশল যোশী।
গত ২৪ এপ্রিল জল জীবন মিশন কেলেঙ্কারিতে কংগ্রেস নেতাকে গ্রেপ্তার করে ইডি। আদালতের নির্দেশে কংগ্রেস নেতাকে চারদিনের হেফাজতে পেয়েছিলেন ইডি আধিকারিকরা। আর এই চারদিনের মধ্যেই তাঁর স্ত্রী বিয়োগ ঘটল। যদিও গ্রেপ্তারের সময় স্ত্রী অসুস্থ থাকায় আরও কয়েকদিন সময় চেয়েছিলেন কংগ্রেস নেতা। এদিকে স্ত্রীর মৃত্যুর পর কংগ্রেস নেতার আইনজীবী দীপক চৌহান আদালতের কাছে অন্তর্বতীকালীন জামিনের জন্য আবেদন করেন মহেশ। এরপরই জরুরি ভিত্তিতে সোমবার জয়পুরের বিশেষ আদালত প্রাক্তন মন্ত্রীর চারদিনের অন্তর্বতী জামিন মঞ্জুর করে।
মহেশের গ্রেপ্তারি নিয়ে প্রদেশ কংগ্রেসের তরফে আগেই একাধিক অভিযোগ করা হয়েছিল। কংগ্রেসের বক্তব্য ছিল, এই সময় ব্যক্তিগতভাবে কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন মহেশ। এই সময় তাঁকে গ্রেপ্তার করা উচিৎ নয়। রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলে রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলট বলেছিলেন, “এমন সময়ে মহেশকে গ্রেপ্তার করা হয়েছে যখন তার স্ত্রী জয়পুরের একটি হাসপাতালে প্রায় ১৫ দিন ধরে অসুস্থ অবস্থায় মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। এই কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসার পর মহেশ ইডির কাছে একটি হাজিরা দিতে চেয়েছিল। কিন্তু তাঁকে সেই সুযোগ দেওয়া হয়নি।”
অন্তর্বর্তী জামিন পাওয়ার পরই মহেশ যোশী তাঁর আইনজীবীকে সঙ্গে নিয়ে নিজের বাসভবনে পৌঁছল। এছাড়াও তাঁর স্ত্রীকে শেষ শ্রদ্ধা জানাতে সেখানে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলট, বিধায়ক রফিক খান, আমিন কাগজি সহ দলের বরিষ্ঠ নেতারা।
