shono
Advertisement
Chinese nationals

ভারত-পাক যুদ্ধের আবহে অনুপ্রবেশের চেষ্টা, নেপাল সীমান্তে গ্রেপ্তার ৪ চিনা নাগরিক

চার চিনা নাগরিক নেপাল সীমান্ত হয়ে বিহারের রক্সৌলে প্রবেশ করে।
Published By: Gopi Krishna SamantaPosted: 09:04 PM May 08, 2025Updated: 09:04 PM May 08, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার চার চিনা নাগরিক। নেপাল বর্ডার হয়ে অভিযুক্তরা ভারতে প্রবেশের চেষ্টা করে। বুধবার সশস্ত্র সীমা বল (SSB) এই চারজনকে গ্রেপ্তার করে। পরে তাদের স্থানীয় পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

Advertisement

আধিকারিকরা জানিয়েছেন, চার চিনা নাগরিক নেপাল সীমান্ত হয়ে বিহারের রক্সৌলে প্রবেশ করে। পরে SSB-র জওয়ানরা তাদের আটক করে। অভিযুক্তদের কাছে ভারতে প্রবেশ করার কোনও বৈধ নথি না থাকায় তাদের গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদের পর তাদের স্থানীয় থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় সন্ত্রাসবাদী হামলার পর দেশের সব সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। এদিকে নেপাল ও ভারতের মধ্যে যাতায়াতের ক্ষেত্রে নজরদারি আরও বাড়ানো হয়েছে। নেপাল থেকে ভারতে আসা গাড়িতে তল্লাশি চালানো হচ্ছে। পাশাপাশি ভারত থেকে নেপালে আসা যাওয়ার ক্ষেত্রে বিভিন্ন আইডি, ড্রাইভিং লাইসেন্স চেক করা হচ্ছে।

পহলেগাঁও হত্যাকাণ্ডের পর পাকিস্তানে থাকা সন্ত্রাসবাদী ক্যাম্পে পালটা আঘাত হেনেছে ভারত। দেশের বিভিন্ন পর্যটন কেন্দ্র, রেল স্টেশন, বিমান বন্দরে নিরাপত্তা বাড়ানো হয়েছে। যুদ্ধের আবহে উত্তরবঙ্গে ঘুরতে যাওয়া পর্যটকদের অনেকে ফিরে আসতে শুরু করেছেন। এরই মধ্যে নেপাল হয়ে ভারতে প্রবেশ করার অপরাধে চারজনকে গ্রেপ্তার করল এসএসবি। তবে তারা কী কারণে ভারতে প্রবেশ করেছিল সে বিষয়ে এখনও স্পষ্ট ভাবে কিছু জানা যায়নি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • চার চিনা নাগরিক নেপাল বর্ডার হয়ে ভারতে প্রবেশের চেষ্টা করে।
  • বুধবার সশস্ত্র সীমা বল (SSB) এই চারজনকে গ্রেপ্তার করে।
  • পরে তাদের স্থানীয় পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
Advertisement