shono
Advertisement
Lucknow

লখনউয়ে মধ্যযুগীয় বর্বরতা! কিশোরীকে 'ধর্ষণ' করে ব্ল্যাকমেল, এমনকী বিক্রির অভিযোগ

অভিযুক্ত দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
Published By: Kishore GhoshPosted: 06:41 PM May 13, 2025Updated: 06:41 PM May 13, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মধ্যযুগীয় বর্বরতা লখনউ শহরে। ফাঁদে ফেলে কিশোরীকে ধর্ষণ। এখানেই শেষ নয়, সেই ছবি ও ভিডিও তুলে অসহায় ওই কিশোরীকে ব্ল্যাকমেল করারও অভিযোগ। এই ঘটনায় অভিযুক্ত লখনউয়ের বাসিন্দা এক দম্পতি। গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তদের।

Advertisement

পুলিশ জানাচ্ছে, কিশোরীর দুর্বল আর্থিক ও সামাজিক অবস্থার সুযোগ নিয়েছে অভিযুক্তরা। ষষ্ঠ শ্রেণির পড়ুয়া মেয়েটির বাবা অসুস্থ। মা চোখে দেখতে পান না। পরিবারের আর্থিক অবস্থার কারণে কাজের প্রয়োজন ছিল তার। এই সুযোগ নিয়ে গত বছরের জুন মাসে কিশোরীর বন্ধুর দিদি এক দিন তাঁদের বাড়িতে আসেন। নিজেকে অন্তঃসত্ত্বা বলে দাবি করেন। এরপর তাঁকে এবং সদ্যোজাতের দেখাশোনার জন্য লোক লাগবে বলে জানান। এর জন্য মাসে তিন হাজার টাকা বেতন দেওয়ারও প্রতিশ্রুতি দেন।

ষড়যন্ত্র আঁচ করতে পারেনি কিশোরী। সে বন্ধুর দিদির বাড়িতে কাজ করতে যায়। কিন্তু কিছুদিনের মধ্যেই মুখোশ খুলে যায় বন্ধু দিদি ও তাঁর স্বামীর। শুরু হয় কিশোরীর উপর শারীরিক নির্যাতন। বন্ধুর জামাইবাবু এবং ওই বাড়িতে আসা এক ব্যক্তি কিশোরীকে ধর্ষণ নিয়মিত করতেন বলে অভিযোগ। নির্যাতনের ছবি ও ভিডিও তুলে ব্ল্যাকমেল করা হত তাকে। এরপর এক ব্যক্তির কাছে কিশোরীকে বিক্রি করে দেওয়া হয় বলেও অভিযোগ। ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আরও দুই অভিযুক্তের খোঁজ চলছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • কিশোরীর দুর্বল আর্থিক ও সামাজিক অবস্থার সুযোগ নিয়েছে অভিযুক্তরা।
  • ষড়যন্ত্র আঁচ করতে পারেনি কিশোরী।
Advertisement