সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোমবার, ৩১ জুলাই ছিল ২০২৩-৩৪ অর্থবর্ষের আয়কর রিটার্ন (ITR) জমা দেওয়ার শেষ দিন। কিন্তু কোনওভাবে যদি এই তারিখটি আপনি মিস করে থাকেন, আতঙ্কিত হওয়ার কিছুই নেই। এখনও সুযোগ রয়েছে আয়কর রিটার্ন জমা দেওয়ার। জেনে নিন কী করবেন-
এই বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত সুযোগ রয়েছে আয়কর রিটার্ন জমা দেওয়ার। তবে এর জন্য গুনতে হবে জরিমানা। আর জরিমানার অঙ্ক হতে পারে সর্বোচ্চ ৫ হাজার টাকা। আপনার বার্ষিক আয় যদি ৫ লক্ষ টাকা পর্যন্ত হয়, তাহলে ১,০০০ টাকা জরিমানা হবে। ৫ লক্ষের বেশি আয়ের ক্ষেত্রে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রযোজ্য জরিমানার পরিমাণ ৫,০০০ টাকা। তবে এক্ষেত্রে একটা নিয়ম রয়েছে। আর সেই নিয়মানুযায়ী, যদি সত্যিই আপনার ডেডলাইন মিস করার সঙ্গত কারণ থেকে থাকে এবং সেবিষয়ে সংশ্লিষ্ট অফিসারকে অবগত করা যায়, তবে আপনাকে কোনও জরিমানা দিতে নাও হতে পারে।
[আরও পড়ুন: ঋণ দেবেন চিনা ব্যাংক কর্তা! রাজস্থানে বসে কলকাতায় ফাঁদ, তদন্তে লালবাজার]
যদি এমন হয়, আপনার রোজদার আয়কর সীমার নিচে, সেক্ষেত্রে আপনি ৩১ জুলাইয়ের পরে আয়কর রিটার্ন জমা করতে গেলেও আপনাকে কোনও জরিমানা দিতে হবে না। আর ডেডলাইন মিস করার পর আয়কর রিটার্নের ক্ষেত্রে ১৩৯(৪)-কে বেছে নিতে হবে, ১৩৯(১)-এর পরিবর্তে।