shono
Advertisement
S Jaishankar

'উপদেশ চাই না', পহেলগাঁও আবহে পাশ্চাত্যের 'জ্ঞানবাণী'র পালটা তোপ জয়শংকরের!

ভারত-পাক উত্তেজনা প্রশমিত করতে আলোচনার মাধ্যমে শান্তির বার্তা দিয়েছে ইউরোপ।
Published By: Amit Kumar DasPosted: 04:27 PM May 04, 2025Updated: 06:59 PM May 04, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: 'লাথির ঢেঁকি হাতে ওঠে না,' পাকিস্তান হল সেই লাথির ঢেঁকি। রবিবার এক আলোচনা সভায় শান্তির দূত হয়ে ওঠা পাশ্চাত্যের দেশগুলিকে কার্যত সেটাই বুঝিয়ে দিলেন বিদেশমন্ত্রী এস জয়শংকর! স্পষ্ট ভাষায় বিশ্বকে বার্তা দিলেন, "কোনও উপদেশদাতা চাই না, সঙ্গী চাই।''

Advertisement

পহেলগাঁও সন্ত্রাসবাদী হামলায় ২৬ পর্যটকের মৃত্যুতে ফুঁসছে গোটা দেশ। পাকিস্তানের বিরুদ্ধে বদলার হুঁশিয়ারি দিয়েছে ভারত। দুই দেশের মধ্যে প্রবল উত্তেজনা প্রশমিত করতে আলোচনার মাধ্যমে শান্তির বার্তা দিয়েছে আমেরিকার, রাশিয়ার মতো দেশগুলি। ইউরোপের একাধিক দেশও উত্তেজনা প্রশমনের পরামর্শ দিয়েছে। এই আবহেই রবিবার আর্কটিক সার্কেল ইন্ডিয়া ফোরামের আলোচনায় অংশ নিয়ে এই ইস্যুতে মুখ খোলেন জয়শংকর। তিনি বলেন, "ভারত কোনও উপদেশদাতা চায় না, সঙ্গী চায়। বিশেষ করে সেই উপদেশদাতাকে একেবারেই চায় না, যারা ঘরে একরকম ও বাইরে আর একরকম।''

জয়শংকর বলেন, ভারত এমন দেশগুলির সঙ্গে কাজ করতে চায় যারা পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়া বিশ্বাস করে। একইসঙ্গে ইউরোপকে কটাক্ষ করে বলেন, কিছু ইউরোপীয় দেশগুলি এখনও তাদের মূল্যবোধ ও কাজের ধরন নিয়ে লড়াই করছে। এই পরিস্থিতিতে আমরা যখন বিশ্বের দিকে তাকাই তখন উপদেশদাতা নয়, অংশীদার খুঁজি। মুখোশধারীদের নয়, ভারত তাদের সঙ্গে কাজ করতে আগ্রহী যারা সৎ। ইউরোপীয় ইউনিয়নের দিকে আঙুল তুলে তিনি বলেন, ইউরোপের কিছু দেশের এই সমস্যা রয়েছে। সফল অংশীদারিত্বের জন্য একে অপরের চাহিদা ও আগ্রহকে বুঝতে হবে, সমস্যায় পাশে দাঁড়াতে হবে।

বিদেশমন্ত্রী সামগ্রিক কূটনৈতিক আঙ্গিক থেকে এই বার্তা দিলেও সাম্প্রতিক পহেলগাঁও সন্ত্রাসবাদী হামলার প্রেক্ষিতে তাঁর এই বার্তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। ভারত-পাক দুই দেশের মধ্যে চরম উত্তেজনার মাঝে দুই দেশকে সংযত হওয়ার বার্তা দিয়েছে আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়ন। মার্কিন বিদেশসচিব মার্কো রুবিও দুই দেশের বিদেশমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। অনুরোধ করেছেন, আলোচনার মাধ্যমে যাতে পরিস্থিতি সামাল দেওয়া যায়। ইউরোপীয় ইউনিয়নও কূটনৈতিক পথে শান্তি প্রতিষ্ঠার বার্তা দিয়েছে ভারত ও পাকিস্তানকে। এবার রাশিয়া সেই পথে হেঁটেছে।

যদিও ২০২২ সাল থেকে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ চালিয়ে যাচ্ছে রাশিয়া। আমেরিকার অতীত সম্পর্কে গোটা বিশ্ব অবগত। ইউরোপের দেশগুলির সুবিধাবাদী মানসিকতা নিয়ে জয়শংকর আগেই বার্তা দিয়েছিলেন, 'ইউরোপের সমস্যা গোটা বিশ্বের সমস্যা অথচ অন্যদের সমস্যা ইউরোপের সমস্যা নয়।' ইউরোপের সেই মানসিকতা আবারও স্পষ্ট হয়ে উঠছে সাম্প্রতিক পরিস্থিতিতে। ভারত-পাক যুদ্ধ আবহে পাশ্চাত্যের দেশগুলির শান্তির পরামর্শকে 'সোনার পাথরবাটি' বলে মনে করছেন বিদেশমন্ত্রী এস জয়শংকর।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • শান্তির দূত হয়ে ওঠা পাশ্চাত্যের দেশগুলিকে নিশানায় নিলেন বিদেশমন্ত্রী এস জয়শংকর!
  • স্পষ্ট ভাষায় বিশ্বকে বার্তা দিলেন, "কোনও উপদেশদাতা চাই না, সঙ্গী চাই।''
Advertisement