shono
Advertisement

Coronavirus: দেশে ঊর্ধ্বমুখী পজিটিভিটি রেট, একদিনে করোনায় মৃত ৯৫৯

কমল দৈনিক সংক্রমণ।
Posted: 09:23 AM Jan 31, 2022Updated: 09:42 AM Jan 31, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্তিমিত হচ্ছে করোনার তৃতীয় ঢেউয়ের গতি। দিন কয়েক ধরেই নিম্নমুখী দৈনিক করোনা সংক্রমণের গ্রাফ। সপ্তাহের শুরু অর্থাৎ সোমবারও বজায় রইল সেই গ্রাফ। রবিবারের তুলনায় ১০ শতাংশ কমল দৈনিক সংক্রমণ। তবে নতুন করে ভয় দেখাচ্ছে করোনায় মৃত্যু। গত ২৪ ঘণ্টায় দেশের মৃত্যুর সংখ্যা হাজার ছুঁইছুঁই।

Advertisement

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৯ হাজার ৯১৮ জন। যা আগের দিনের থেকে বেশকিছুটা কম। তবে এদিন বেড়েছে সংক্রমণের হার। রবিবারের তুলনায় বেশকিছুটা বেড়ে পজিটিভিটি রেট দাঁড়াল ১৫.৭৭ শতাংশ। সেটাই বেশি চিন্তায় রাখছে চিকিৎসকদের। চিন্তা বাড়াচ্ছে মৃত্যুও। একদিনে দেশে মৃত্যু হয়েছে ৯৫৯ জনের। যা রবিবারের তুলনায় বেশকিছুটা বেশি। এর মধ্যে কেরলে মৃতের সংখ্যা ৩৭৪। এদিন পিনারাই বিজয়নের রাজ্যের তরফে পুরনো বেশকিছু মৃত্যুর ‘ব্যাকলগ’ যোগ করা হয়েছে। যার জেরে একধাক্কায় দেশের মৃত্যুর সংখ্যা এতটা বেড়ে গিয়েছে। 

 

[আরও পড়ুন: কালো তালিকাভুক্ত হয়েও ৪ বছর ধরে চলছে ধর্মতলার দুর্ঘটনাগ্রস্ত বাস! তদন্তে চাঞ্চল্যকর তথ্য]

তবে, এই মুহূর্তে যে সংখ্যাটা সরকারকে সবচেয়ে স্বস্তি দিচ্ছে সেটা হল অ্যাকটিভ কেস। এই নিয়ে পরপর বেশ কয়েকদিন কমল দেশের চিকিৎসাধীন করোনা রোগীর সংখ্যা। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, বর্তমানে দেশে করোনায় চিকিৎসাধীন রোগী ১৮ লক্ষ ৩১ হাজার ২৬৮ জন। যা আগের দিনের থেকে প্রায় ৫০ হাজার কম। পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত দেশে ৩ কোটি ৮৯ লক্ষ ৭৬ হাজার ১২২ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনা জয় করেছেন ২ লক্ষ ৬২ হাজার ৬২৮ জন।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য জানাচ্ছে, এখনও পর্যন্ত দেশে প্রায় ১৬৬ কোটি ৩ লক্ষের বেশি ডোজ করোনার টিকা (Corona Vaccine) দেওয়া হয়েছে। এত কম সময়ে এই বিপুল অঙ্কের টিকাকরণকে নজির বলেই মনে করছে কেন্দ্র। তবে করোনা সংক্রমণের এই নিম্নমুখী গ্রাফ দেখে বেপরোয়া হতে নিষেধ করছেন চিকিৎসকেরা। তাঁদের দাবি, উপযুক্ত কোভিড প্রোটোকল মেনে চলতে হবে, না হলেই ফের বিপদ। 

[আরও পড়ুন: জোর করে মদ্যপানের পর ধর্ষণ! বন্ধুর বাবার যৌন লালসার শিকার কিশোরী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement