shono
Advertisement
Pak economy

পাক অর্থনীতিতে 'সার্জিক্যাল স্ট্রাইক' করবে ভারত! বিশ্ব ব্যাঙ্ক ও এফএটিএফের কাছে কী আর্জি নয়াদিল্লির?

গত কয়েক বছর ধরে ঋণের উপরই টিকে রয়েছে শাহবাজের দেশ।
Published By: Biswadip DeyPosted: 02:35 PM May 23, 2025Updated: 02:35 PM May 23, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের আপত্তি উড়িয়েই পাকিস্তানের জন্য ১০০ কোটি ডলার ঋণ মঞ্জুর করেছে আইএমএফ। কিন্তু এবার ইসলামাবাদের অর্থনীতির উপরে 'সার্জিক্যাল স্ট্রাইক' করতে নয়া পদক্ষেপের পরিকল্পনা করছে ভারত। নয়াদিল্লি বিশ্ব ব্যাঙ্ক এবং এফএটিএফের সঙ্গে যোগাযোগ রাখছে। আগামী জুনেই বিশ্ব ব্যাঙ্কের থেকে ২০ বিলিয়ন মার্কিন ডলার ঋণ পাওয়ার কথা পাকিস্তানের। এই ঋণের বিষয়টি পুনর্বিবেচনা করার আর্জি জানাবে ভারত, এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সূত্রে এমনটাই জানা যাচ্ছে। পাশাপাশি পাকিস্তানকে ফের এফএটিএফের ধূসর তালিকায় ঢোকানোর জন্যও আর্জি জানাবে ভারত।

Advertisement

উল্লেখ্য, চার বছরেরও বেশি সময় ধরে সন্ত্রাসবাদের উপর নজরদারি সংস্থা ফিন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের ধূসর তালিকায় ছিল পাকিস্তান। ২০২২ সালে সেই তালিকা থেকে বেরিয়ে আসে পাকিস্তান। ভারত সেই সময়ই জানিয়েছিল, তালিকা থেকে যতই বেরিয়ে আসুক, প্রতিবেশী দেশটি যেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে ‘বিশ্বাসযোগ্য’ পদক্ষেপ করে চলে।

কিন্তু পরবর্তী সময়ে পাকিস্তানের বিরুদ্ধে বারবার সন্ত্রাসে আর্থিক মদত ও জঙ্গিদের আশ্রয় দেওয়ার অভিযোগ বারংবার উঠেছে। এই বিষয়টিকে সামনে রেখে ফের প্রতিবেশী দেশটিকে ধূসর তালিকাভুক্ত করার আবেদন করবে ভারত। সেক্ষেত্রে পাকিস্তানের আর্থিক লেনদেনের উপরে খুঁটিনাটি নজর রাখা সম্ভব হবে। ফলে সন্ত্রাসে আর্থিক মদতের প্রয়াস ব্যর্থ হবে বলেই মনে করা হচ্ছে। তাই সক্রিয়ভাবে চেষ্টা করবে ভারত।

পাকিস্তানের অর্থনীতির কোমর ভেঙেছে বহু আগেই। গত কয়েক বছর ধরে ঋণের উপরই টিকে রয়েছে শাহবাজের দেশ। এই পরিস্থিতিতে বিশ্ব ব্যাঙ্কের কাছ থেকে বিপুল পরিমাণ ঋণের দিকে এই মুহূর্তে তাকিয়ে রয়েছে পাকিস্তান। ভারত চাইছে সেই ঋণ পাওয়াও আটকাতে। তাই ওই বিষয়টি পুনর্বিবেচনার আর্জি জানাচ্ছে নয়াদিল্লি, খবর তেমনটাই। ফলে সব মিলিয়ে পাকিস্তানের অর্থনীতির উপরে 'সার্জিক্যাল স্ট্রাইক' করে 'সন্ত্রাসের মদতদাতা'দের ভাঙা কোমর গুঁড়িয়ে দেওয়াই লক্ষ্য ভারতের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ভারতের আপত্তি উড়িয়েই পাকিস্তানের জন্য ১০০ কোটি ডলার ঋণ মঞ্জুর করেছে আইএমএফ।
  • কিন্তু এবার ইসলামাবাদের অর্থনীতির উপরে 'সার্জিক্যাল স্ট্রাইক' করতে নয়া পদক্ষেপের পরিকল্পনা করছে ভারত।
  • নয়াদিল্লি বিশ্ব ব্যাঙ্ক এবং এফএটিএফের সঙ্গে যোগাযোগ রাখছে।
Advertisement