সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীপাবলি-ছটপুজো উপলক্ষে ২৫০টি স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল ভারতীয় রেল। তার মধ্যে ১২০টি ট্রেন পরিষেবা শুরু হবে ২৯ অক্টোবর অর্থাৎ মঙ্গলবার থেকেই। জানা গিয়েছে, উৎসবের এই মরশুমে ৫০টি ট্রেন চলবে পূর্ব রেলে। সাধারণ যেসমস্ত ট্রেন চলাচল করে তার সঙ্গেই স্পেশাল ট্রেন চালানোর উদ্যোগ নিচ্ছে ভারতীয় রেল।
উৎসবের মরশুমে ট্রেনে বরাবরই যাত্রীদের ভিড় বেশি থাকে। সেই কথা মাথায় রেখেই স্পেশাল ট্রেনের ব্যবস্থা করেছে রেল কর্তৃপক্ষ। দেশের একাধিক জংশন পর্যন্ত চলবে এই বিশেষ ট্রেনগুলো। সাধারণভাবে ট্রেনে যতগুলো কামরা থাকে, স্পেশাল ট্রেনে তার থেকে বেশি কামরা থাকবে বলেই রেল সূত্রে খবর। বাংলা থেকেও ছাড়বে বেশ কয়েকটি স্পেশাল ট্রেন। দেশের অন্যান্য প্রান্ত থেকে স্পেশাল ট্রেনগুলো বাংলাতেও আসবে।
বিশেষ পরিষেবা দেওয়ার কথা ঘোষণা করেছে পূর্ব রেলও। চলতি বছরে ৫০টি স্পেশাল ট্রেন চালানো হবে বলে জানিয়েছেন পিআরও কৌশিক মিত্র। গত বছর এই সংখ্যাটা ছিল ৩৩। স্পেশাল ট্রেনের পাশাপাশি ৪০০টি ট্রেনে মিলবে অতিরিক্ত পরিষেবা। উল্লেখ্য, দিনকয়েক আগে ভিড়ের চাপে বান্দ্রা স্টেশনে যাত্রীদের পদপিষ্ট হওয়ার পর থেকে সতর্ক থাকতে চাইছে রেল। সেজন্যই একগুচ্ছ ট্রেন চালানোর ব্যবস্থা হয়েছে।
মঙ্গলবার বাংলা থেকে যাতায়াত করবে ৮টি স্পেশাল ট্রেন। সেগুলো হল-
- আসানসোল-অন্ডাল
- গোরক্ষপুর-শিয়ালদহ
- জম্মু তাওয়াই-কলকাতা
- রক্সৌল-হাওড়া
- শিয়ালদহ-ভদোদরা
- সেকেন্দ্রাবাদ-সাঁতরাগাছি
- লোকমান্য তিলক টার্মিনাস-সাঁতরাগাছি
- উধনা-মালদহ টাউন।
এই ট্রেনগুলোর পাশাপাশি স্বাভাবিক সূচি অনুযায়ী যেসমস্ত ট্রেন চলাচল করে, সেগুলোও ব্যবহার করতে পারেন যাত্রীরা। এছাড়াও প্রত্যেক স্টেশনে ভিড় নিয়ন্ত্রণ করতে বিশেষ পদক্ষেপ করার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল।