shono
Advertisement
Indian railways

নারী দিবসে হাতে নতুন অস্ত্র দিল রেল, যাত্রী নিরাপত্তায় আরও শক্তিশালী মহিলা আরপিএফ

সিএপিএফের সমস্ত বাহিনীর মধ্যে আরপিএফে মহিলা কর্মীর অনুপাত সবচেয়ে বেশি।
Published By: Anwesha AdhikaryPosted: 08:30 PM Mar 08, 2025Updated: 08:30 PM Mar 08, 2025

সোমনাথ রায়, নয়াদিল্লি: নারী দিবসে বড় পদক্ষেপ ভারতীয় রেলের। মহিলা রেল পুলিশকে এবার পেপার স্প্রে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে রেলের তরফে। যাত্রীদের রক্ষা করার পাশাপাশি অপরাধীদের পাকড়াও করার ক্ষেত্রে মহিলা আরপিএফকে সাহায্য করবে এই পেপার স্প্রে। সবসময় পেপার স্প্রের মতো অস্ত্র সঙ্গে থাকলে মহিলা আরপিএফ বাহিনী আরও আত্মবিশ্বাসী হয়ে উঠবেন বলেও মত রেল আধিকারিকদের।

Advertisement

নারী দিবসের প্রাক্কালে শুক্রবার একটি বিবৃতি প্রকাশ করা হয় রেলের তরফে। সেখানেই জানানো হয়, পেপার স্প্রে এমন একটি হাতিয়ার যেটি মারাত্মক নয়। কিন্তু অপরাধীকে পাকড়াও করার ক্ষেত্রে খুবই কার্যকরী হতে পারে। প্রতিদিন ট্রেনে যাতায়াত করেন বহু মহিলা। অনেকের কোলে থাকে সন্তান। আরপিএফের হাতে পেপার স্প্রে থাকলে মহিলা যাত্রীদের নিরাপত্তায় তাঁরা আরও জোর দিতে পারবেন বলেই মনে করছে রেল। তাই নারীদের জন্য বিশেষ দিনেই মহিলা রেল পুলিশের হাতে নতুন অস্ত্র তুলে দেওয়া হল।

রেলের তরফে আরও জানানো হয়েছে, সিএপিএফের সমস্ত বাহিনীর মধ্যে আরপিএফে মহিলা কর্মীর অনুপাত সবচেয়ে বেশি। বর্তমানে কর্মরত আরপিএফের ৯ শতাংশই মহিলা। মহাকুম্ভের সময় প্রয়াগরাজে অক্লান্তভাবে কাজ করেছেন মহিলা রেল পুলিশবাহিনী। সেই বিষয়টি উল্লেখ করেও ভূয়সী প্রশংসা করা হয়েছে রেলের তরফে।

উল্লেখ্য, বিশেষ দিনে নারীশক্তির জয়গানে আরও একটি অভিনব উদ্যোগ নিল রেল। নারী দিবসে বন্দে ভারত এক্সপ্রেসে শুধুই ছিলেন মহিলা ক্রু সদস্য। লোকো পাইলট এবং সহকারী লোকো পাইলট, ট্রেন ম্যানেজার এবং টিকিট পরীক্ষক থেকে অন-বোর্ড ক্যাটারিং স্টাফ সকলেই মহিলা। বন্দে ভারতে এহেন পদক্ষেপ এই প্রথম। অন্যদিকে, নারী দিবস উপলক্ষে গুজরাটে এক মেগা ইভেন্টের আয়োজন করা হয়। যেখানে যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানেও তাঁর নিরাপত্তার দায়িত্বে শুধুই ছিলেন মহিলা আধিকারিকরা। ভারতের ইতিহাসে প্রথমবার এমন ঘটনা ঘটল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • নারী দিবসের প্রাক্কালে শুক্রবার একটি বিবৃতি প্রকাশ করা হয় রেলের তরফে।
  • রেলের তরফে আরও জানানো হয়েছে, সিএপিএফের সমস্ত বাহিনীর মধ্যে আরপিএফে মহিলা কর্মীর অনুপাত সবচেয়ে বেশি।
  • নারী দিবসে বন্দে ভারত এক্সপ্রেসে শুধুই ছিলেন মহিলা ক্রু সদস্য। লোকো পাইলট এবং সহকারী লোকো পাইলট, ট্রেন ম্যানেজার এবং টিকিট পরীক্ষক থেকে অন-বোর্ড ক্যাটারিং স্টাফ সকলেই মহিলা।
Advertisement