shono
Advertisement

স্বাধীনতা দিবসের আগে রাজধানীর নিরাপত্তায় নামছে দেশের প্রথম মহিলা SWAT টিম

দলের মহিলাদের শেখানো হয়েছে 'কার্ভ মাগা' নামের একটি যুদ্ধকৌশলও। The post স্বাধীনতা দিবসের আগে রাজধানীর নিরাপত্তায় নামছে দেশের প্রথম মহিলা SWAT টিম appeared first on Sangbad Pratidin.
Posted: 09:17 AM Aug 11, 2018Updated: 09:49 AM Aug 11, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বাধীনতা দিবসের প্রাক্কালে রাজধানীর নিরাপত্তায় ময়দানে নামছে স্বরাষ্ট্র মন্ত্রকের বিশেষ প্রমীলা বাহিনী৷ কেন্দ্র্রের সহায়তায় দেশের প্রথম মহিলা পরিচালিত স্পেশ্যাল ওয়েপন অ্যান্ড ট্যাকটিস টিম (SWAT) তৈরি করল দিল্লি পুলিশ৷ শুক্রবার এই বাহিনীর সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং৷ জানান, মাওবাদী দমন থেকে শুরু করে নিরাপত্তা ক্ষেত্রে পুরুষদের সঙ্গে পাল্লা দিয়ে কাজ করবে এই প্রমীলারা৷

Advertisement

[কেরলের বন্যায় উত্তরোত্তর বাড়ছে মৃতের সংখ্যা, উদ্ধারকাজে নামল নৌসেনা]

জানা গিয়েছে, টিমে রয়েছেন মোট ৩৬ জন মহিলা৷ যাঁদের মধ্যে ১৩ জন আসমের, বাকিরা অরুণাচল প্রদেশ, মণিপুর ও সিকিমের৷ দীর্ঘ পনেরো মাস ধরে তাঁদের কঠোর ট্রেনিংয়ের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হয়েছে৷ সংবেদন থেকে অতি সংবেদনশীল এলাকায় শত্রুর মোকাবিলা করা থেকে শুরু করে, সন্ত্রাস দমন অভিযান চালানোর মতো বিভিন্ন ধরনের রণকৌশল শেখানো হয়েছে তাঁদের৷ সূত্রের খবর, কেবলমাত্র দেশীয় পদ্ধতিতেই শত্রুকে ঘায়েল করবে না এই প্রমীলা বাহিনী, তাঁদের শেখানো হয়েছে ইজরায়েলি সেনার ‘কার্ভ মাগা’ নামের একটি যুদ্ধকৌশলও। বাহিনীর প্রত্যেকের কাছে থাকবে এমপি-৫ সাবমেশিন গান ও গ্লক-২১ পিস্তল৷

[ম্যাচ খেলে ফেরার পথে বাস দুর্ঘটনায় প্রাণ হারালেন চার ফুটবলার]

দিল্লি পুলিশ সূত্রে খবর, এই সম্পূর্ণ পরিকল্পনার পিছনে রয়েছেন দিল্লির পুলিশ কমিশনার অমূল্য পট্টনায়ক৷ স্বরাষ্ট্র মন্ত্রকের সহায়তায় এই বিশেষ বাহিনী তৈরি করেছে দিল্লি পুলিশ৷ শুক্রবার তাঁদের শুভেচ্ছা জানান স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং৷ জানান, স্বাধীনতা দিবসে আগে থেকেই কাজ শুরু করবে এই প্রমীলা বাহিনী৷ লালকেল্লা, ইন্ডিয়া গেটের মতো অতি স্পর্শকাতর স্থানে নিয়োগ করা হবে এঁদের৷ এছাড়া মাও অধ্যুষিত এলাকাতেও কাজ করবেন এই বাহিনীর মহিলারা৷ থাকছে বিভিন্ন ভিভিআইপি-র নিরাপত্তার দায়িত্ব৷

The post স্বাধীনতা দিবসের আগে রাজধানীর নিরাপত্তায় নামছে দেশের প্রথম মহিলা SWAT টিম appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement