shono
Advertisement
Maha Kumbh

জেলেই এবার পাপ ধোওয়ার সুযোগ! মহাকুম্ভের পবিত্র জলে স্নান করবে ৯০ হাজার বন্দি

প্রত্যেক দিনই লক্ষ লক্ষ ভক্ত, সাধু-সন্ন্যাসীরা ডুব দিচ্ছেন ত্রিবেণী সঙ্গমে।
Published By: Suchinta Pal ChowdhuryPosted: 08:29 PM Feb 19, 2025Updated: 08:29 PM Feb 19, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার জেলে বসেই পাপ ধোওয়ার সুযোগ পাবে বন্দিরা! মহাকুম্ভের পবিত্র জলে স্নান করবে ৭৫টি কারাগারের ৯০ হাজার বন্দি। এখন তারই ব্যবস্থা করছে উত্তরপ্রদেশের জেল প্রশাসন। প্রত্যেক দিনই লক্ষ লক্ষ ভক্ত, সাধু-সন্ন্যাসীরা ডুব দিচ্ছেন ত্রিবেণী সঙ্গমে। মোক্ষলাভের উদ্দেশে বিদেশ থেকেও ছুটে আসছে পুণ্যার্থীরা। কিন্তু জেলবন্দিদের কুম্ভের জলে স্নান করার কথা প্রকাশ্যে আসতেই নানা বিতর্ক শুরু হয়েছে রাজনৈতিক মহলে। প্রশ্ন উঠেছে, এভাবে কী আদৌ পাপ ধোওয়া যায়?

Advertisement

জানা গিয়েছে, উত্তরপ্রদেশজুড়ে ৭৫টি জেলে রয়েছে ৯০ হাজারের উপর বন্দি। সেরাজ্যের কারামন্ত্রী দারা সিং চৌহান জানান, ৭টি কেন্দ্রীয় কারাগার-সহ গোটা রাজ্যের মোট ৭৫টি জেলে এই স্নানের কর্মসূচি পালিত হবে। এমনই নির্দেশ দেওয়া হয়েছে। এনিয়ে কারা দপ্তরের ডিজি পিভি রামশাস্ত্রী জানান, কারামন্ত্রীর নেতৃত্বে জেলেই মহাকুম্ভের পবিত্র জল আনা হবে। সেই জলের সঙ্গে আরও জল মিশিয়ে প্রত্যেকটি জেলের প্রাঙ্গণে একটি ছোটে ট্যাঙ্কে মজুত করে রাখা হবে। সেখানে থেকেই বন্দিরা স্নান করবেন। কারণ তাদের মহাকুম্ভে নিয়ে যাওয়া সম্ভব নয়।

উত্তরপ্রদেশের কারা দপ্তর সূত্রে খবর, ২১ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৯টা থেকে ১০টা পর্যন্ত প্রত্যেক জেলে ওই অনুষ্ঠান হবে। সেদিন লখনউয়ের জেলে উপস্থিত থাকার কথা রয়েছে কারামন্ত্রী দারা সিং চৌহানের। তাঁর সঙ্গে থাকবেন অন্য আধিকারিকরাও। প্রসঙ্গত, কেন্দ্রের দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের প্রকাশিত রিপোর্টে উল্লেখ করা হয়েছে, মহাকুম্ভে সঙ্গমের জলে ঘুরে বেড়াচ্ছে বিপজ্জনক ব্যাকটেরিয়া। কিন্তু সেই দাবি উড়িয়ে দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। পালটা দাবি করলেন, পুণ্যস্নান তো বটেই, এমনকী আচমনের জন্য পানেরও যোগ্য প্রয়াগরাজের নদীর জল। এইসঙ্গে ‘কুম্ভের জলে স্নানে শরীরের ক্ষতি হতে পারে’, বিরোধীরা এমন মিথ্যে প্রচার চালাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এবার জেলে বসেই পাপ ধোওয়ার সুযোগ পাবে বন্দিরা!
  • মহাকুম্ভের পবিত্র জলে স্নান করবে ৭৫টি কারাগারের ৯০ হাজার বন্দি।
  • এখন তারই ব্যবস্থা করছে উত্তরপ্রদেশের জেল প্রশাসন।
Advertisement